Ajker Patrika

খুলনায় বাসায় ঢুকে ঠিকাদারকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা প্রতিনিধি
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ২৩: ৪৮
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মনোয়ার হোসেন টগর (২৭) নামের এক যুবক খুন হয়েছেন। আজ শুক্রবার রাত সোয়া ৯টার দিকে সোনাডাঙ্গা থানাধীন সবুজবাগ এলাকায় হামলার এ ঘটনা ঘটে।

নিহত টগর ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে। মসজিদের পাশে নিজের বাড়িতে তাঁকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত টগর রঙের ঠিকাদার ছিলেন। রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক টগরের বাড়িতে ঢুকেই তাঁকে ছুরিকাঘাত করেন। বুকের ডান পাশে ছুরিকাহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবক।

পরে টগরের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। তখন স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের স্বজনদের বরাতে সোনাডাঙ্গা মডেল থানার এসআই আব্দুল হাই জানান, রাত সোয়া ৯টার দিকে তিনজন যুবক টগরের বাড়িতে যান। তাঁদের দরজা খুলে দিলে গল্পের একপর্যায়ে ওই তিন যুবকের একজন টগরের বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করেন। তিনি আরও জানান, হত্যাকারীরা নিহত ব্যক্তির পূর্বপরিচিত। তাঁদের সবাইকে শনাক্ত করা হয়েছে। খুব শিগগির অভিযুক্ত ব্যক্তিদের আটক করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত