ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় কংক্রিটের রাস্তার কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়ার অভিযোগ পাওয়া গেছে। অল্প কয়েক দিনের মধ্যে পুরো রাস্তার একপাশ ভেঙে পুকুরে পড়বে বলে মনে করছেন এলাকাবাসী।
সরেজমিন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর পশ্চিমপাড়ার মানুষের রাস্তা চলাচলের দুর্ভোগ লাঘব করার জন্য সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি উন্নয়ন তহবিল থেকে দুই লাখ টাকা বরাদ্দ দেন। কাজটি দেওয়া হয় ওই এলাকার সুমন সরকার নামে এক ব্যক্তিকে। কিন্তু কাজের মান ভালো না হওয়ায়, কাজ শেষ হওয়ার আগেই তা ভাঙতে শুরু করেছে।
২১০ ফুট কংক্রিট রাস্তার মধ্যে ১৭০ ফুট রাস্তার কাজ শেষ হয়েছে। বাকি ৪০ ফুট রাস্তার কাজ বর্তমানে বন্ধ আছে। কিন্তু কী কারণে কাজ বন্ধ আছে, সেটা জানা যায়নি। ইতিমধ্যে রাস্তাটির একপাশ ভাঙন ধরেছে। এলাকাবাসী বলছেন, এখনো কাজ শেষ হয়নি। তার মধ্যে ভাঙন ধরেছে এবং অল্প কয়েক দিনের মধ্যে বাঁশ দিয়ে করা পাইলিংসহ রাস্তার একপাশ পুকুরে ভেঙে পড়বে।
এ ব্যাপারে পিআইসি সভাপতি সুমন সরকার জানান, ধানবোঝাই গাড়ি নিয়ে যাওয়ার কারণে রাস্তাটি ভাঙতে শুরু করেছে।
এলাকাবাসীর বলছেন, রাস্তা তো করা হয়েছে মূলত মানুষ চলাচল ও মালামাল আনা-নেওয়ার জন্য। নিয়ম অনুযায়ী মালামাল না দেওয়ার কারণে রাস্তাটি ভাঙতে শুরু করেছে।
রংপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মণ্ডল বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এর বাইরে আমি কিছু জানি না।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আশরাফ হোসেন বলেন, রাস্তার ভাঙনসহ পুরো কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো বিল দেওয়া হবে না।
খুলনার ডুমুরিয়ায় কংক্রিটের রাস্তার কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়ার অভিযোগ পাওয়া গেছে। অল্প কয়েক দিনের মধ্যে পুরো রাস্তার একপাশ ভেঙে পুকুরে পড়বে বলে মনে করছেন এলাকাবাসী।
সরেজমিন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর পশ্চিমপাড়ার মানুষের রাস্তা চলাচলের দুর্ভোগ লাঘব করার জন্য সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি উন্নয়ন তহবিল থেকে দুই লাখ টাকা বরাদ্দ দেন। কাজটি দেওয়া হয় ওই এলাকার সুমন সরকার নামে এক ব্যক্তিকে। কিন্তু কাজের মান ভালো না হওয়ায়, কাজ শেষ হওয়ার আগেই তা ভাঙতে শুরু করেছে।
২১০ ফুট কংক্রিট রাস্তার মধ্যে ১৭০ ফুট রাস্তার কাজ শেষ হয়েছে। বাকি ৪০ ফুট রাস্তার কাজ বর্তমানে বন্ধ আছে। কিন্তু কী কারণে কাজ বন্ধ আছে, সেটা জানা যায়নি। ইতিমধ্যে রাস্তাটির একপাশ ভাঙন ধরেছে। এলাকাবাসী বলছেন, এখনো কাজ শেষ হয়নি। তার মধ্যে ভাঙন ধরেছে এবং অল্প কয়েক দিনের মধ্যে বাঁশ দিয়ে করা পাইলিংসহ রাস্তার একপাশ পুকুরে ভেঙে পড়বে।
এ ব্যাপারে পিআইসি সভাপতি সুমন সরকার জানান, ধানবোঝাই গাড়ি নিয়ে যাওয়ার কারণে রাস্তাটি ভাঙতে শুরু করেছে।
এলাকাবাসীর বলছেন, রাস্তা তো করা হয়েছে মূলত মানুষ চলাচল ও মালামাল আনা-নেওয়ার জন্য। নিয়ম অনুযায়ী মালামাল না দেওয়ার কারণে রাস্তাটি ভাঙতে শুরু করেছে।
রংপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মণ্ডল বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এর বাইরে আমি কিছু জানি না।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আশরাফ হোসেন বলেন, রাস্তার ভাঙনসহ পুরো কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো বিল দেওয়া হবে না।
বগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৫ মিনিট আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
১১ মিনিট আগেচকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
১৬ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১৯ মিনিট আগে