খুবি প্রতিনিধি
বিশ্বসেরা গবেষকদের তালিকায় জায়গা করে নিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিভিন্ন ডিসিপ্লিনের ১২১ জন শিক্ষক ও শিক্ষার্থী। গতকাল শুক্রবার প্রকাশিত অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের প্রকাশিত র্যাঙ্কিংয়ে বিশ্বসেরা গবেষকদের তালিকায় জায়গা করে নিয়েছেন তাঁরা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালে এডি সায়েন্টিফিক ইনডেক্সের প্রকাশিত তালিকায় বিশ্বের ২১৮টি দেশের ২১ হাজার ৯৭৬টি প্রতিষ্ঠানের ১৩ লাখ ৫০ হাজার ৫৬২ জন গবেষক স্থান পেয়েছেন। তালিকায় বাংলাদেশের সরকারি-বেসরকারি ১৮০টি বিশ্ববিদ্যালয়ের ৯ হাজার ১৬৫ জন গবেষকের নাম এসেছে। এতে খুবি থেকে রয়েছেন ১২১ জন গবেষক। বাংলাদেশের ১৮০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৩তম স্থানে রয়েছে খুবি।
এ তালিকায় খুবি গবেষকদের মধ্যে প্রথম ও বাংলাদেশে সপ্তম স্থানে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম। এ ছাড়া শীর্ষ ১০ জনের মধ্যে আরও রয়েছেন অধ্যাপক শেখ জামাল উদ্দিন, অধ্যাপক জামিল আহমাদ শিল্পি, অধ্যাপক মো. আজহারুল ইসলাম, অধ্যাপক সমীর কুমার সাধু, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক আশীষ কুমার দাস, আব্দুল্লাহ আল নাহিদ, শেখ জুলফিকার হোসাইন ও মো. মোরসালিন বিল্লাহ।
এ ছাড়া টানা তৃতীয়বারের মতো এ তালিকায় জায়গা করে নিয়েছেন খুবি উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন। খুবি গবেষকদের মধ্যে তিনি রয়েছেন ১২তম স্থানে এবং বাংলাদেশের মধ্যে ৪৭৫তম স্থানে। এ ছাড়া ফরেস্ট্রি ক্যাটাগরিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম, বাংলাদেশে চতুর্থ ও সমগ্র এশিয়ায় ১৭৭তম স্থানে রয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস বলেন, ‘বর্তমান উপাচার্যের নেতৃত্বে আমাদের বিশ্ববিদ্যালয় যে শিক্ষা ও গবেষণায় দ্রুতগতিতে এগিয়ে চলেছে, এটা তারই বহিঃপ্রকাশ। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করতে এই খাতে অনুদান বাড়ানো হয়েছে। বিশ্বসেরা গবেষকদের তালিকায় খুবি থেকে ১২১ জন স্থান পাওয়া অবশ্যই একটি গৌরবের বিষয়। আশা করি এই ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, এডি সায়েন্টিফিক ইনডেক্স গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গত পাঁচ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে র্যাঙ্কিং প্রকাশ করে। এর আগে ২০২২ সালে প্রকাশিত র্যাঙ্কিংয়ে খুবি থেকে স্থান পেয়েছিলেন ৫৪ জন শিক্ষক।
বিশ্বসেরা গবেষকদের তালিকায় জায়গা করে নিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিভিন্ন ডিসিপ্লিনের ১২১ জন শিক্ষক ও শিক্ষার্থী। গতকাল শুক্রবার প্রকাশিত অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের প্রকাশিত র্যাঙ্কিংয়ে বিশ্বসেরা গবেষকদের তালিকায় জায়গা করে নিয়েছেন তাঁরা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালে এডি সায়েন্টিফিক ইনডেক্সের প্রকাশিত তালিকায় বিশ্বের ২১৮টি দেশের ২১ হাজার ৯৭৬টি প্রতিষ্ঠানের ১৩ লাখ ৫০ হাজার ৫৬২ জন গবেষক স্থান পেয়েছেন। তালিকায় বাংলাদেশের সরকারি-বেসরকারি ১৮০টি বিশ্ববিদ্যালয়ের ৯ হাজার ১৬৫ জন গবেষকের নাম এসেছে। এতে খুবি থেকে রয়েছেন ১২১ জন গবেষক। বাংলাদেশের ১৮০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৩তম স্থানে রয়েছে খুবি।
এ তালিকায় খুবি গবেষকদের মধ্যে প্রথম ও বাংলাদেশে সপ্তম স্থানে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম। এ ছাড়া শীর্ষ ১০ জনের মধ্যে আরও রয়েছেন অধ্যাপক শেখ জামাল উদ্দিন, অধ্যাপক জামিল আহমাদ শিল্পি, অধ্যাপক মো. আজহারুল ইসলাম, অধ্যাপক সমীর কুমার সাধু, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক আশীষ কুমার দাস, আব্দুল্লাহ আল নাহিদ, শেখ জুলফিকার হোসাইন ও মো. মোরসালিন বিল্লাহ।
এ ছাড়া টানা তৃতীয়বারের মতো এ তালিকায় জায়গা করে নিয়েছেন খুবি উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন। খুবি গবেষকদের মধ্যে তিনি রয়েছেন ১২তম স্থানে এবং বাংলাদেশের মধ্যে ৪৭৫তম স্থানে। এ ছাড়া ফরেস্ট্রি ক্যাটাগরিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম, বাংলাদেশে চতুর্থ ও সমগ্র এশিয়ায় ১৭৭তম স্থানে রয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস বলেন, ‘বর্তমান উপাচার্যের নেতৃত্বে আমাদের বিশ্ববিদ্যালয় যে শিক্ষা ও গবেষণায় দ্রুতগতিতে এগিয়ে চলেছে, এটা তারই বহিঃপ্রকাশ। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করতে এই খাতে অনুদান বাড়ানো হয়েছে। বিশ্বসেরা গবেষকদের তালিকায় খুবি থেকে ১২১ জন স্থান পাওয়া অবশ্যই একটি গৌরবের বিষয়। আশা করি এই ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, এডি সায়েন্টিফিক ইনডেক্স গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গত পাঁচ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে র্যাঙ্কিং প্রকাশ করে। এর আগে ২০২২ সালে প্রকাশিত র্যাঙ্কিংয়ে খুবি থেকে স্থান পেয়েছিলেন ৫৪ জন শিক্ষক।
দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। সাধারণ সম্পাদক হয়েছেন যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা...
৭ মিনিট আগেময়মনসিংহের তারাকান্দায় ছাত্রদল নেতা হিজবুল আলম জিয়েসের একটি টর্চার সেলের সন্ধান মিলেছে। সেখানে সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদ করায় মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মামুন সরকার হামলার শিকার হন এবং থানায় মামলা করেন।
৩০ মিনিট আগেগাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম তুহিন। গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মো. রবিউল হা
৩৮ মিনিট আগেমাদারীপুরের শিবচরে নিখোঁজের ১২ দিন পরে মিজান শেখ (৪৫) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবারর (১২ আগস্ট) ভোরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় মাটি চাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
৩৯ মিনিট আগে