Ajker Patrika

হরিণাকুণ্ডুতে কৃষক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি
হরিণাকুণ্ডুতে কৃষক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে কৃষক মশিয়ার রহমান হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে ঝিনাইদহের জ্যেষ্ঠ দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত দুজন হলেন উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের লিটন বিশ্বাস ও মনিরুল বিশ্বাস। রায় ঘোষণার সময় দুজনই আদালতে উপস্থিত ছিলেন। পরে প্রিজন ভ্যানে করে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ থেকে জানা গেছে, উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের বাসিন্দা মশিয়ার রহমান ২০১৪ সালের ২৬ মে সন্ধ্যায় বাড়ির পাশের বৈঠকখানায় বসে ছিলেন। এ সময় কিছু মানুষ রামদা, রড, লাঠি দিয়ে তাঁকে মারধর করে গুরুতর আহত করে। বিষয়টি টের পেয়ে ভাতিজা রাতুল এগিয়ে গেলে তাঁকেও মারধর করা হয়। স্থানীয়রা টের পেয়ে ছুটে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মশিয়ার রহমানের মৃত্যু হয়। ওই দিনই ৯ জনকে আসামি করে হরিণাকুণ্ডু থানায় হত্যা মামলা করা হয়।

তদন্ত শেষে পুলিশ ওই বছরের নভেম্বরে আটজনের বিরুদ্ধে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। সেই মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত লিটন বিশ্বাস ও মনিরুল বিশ্বাসকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। মামলার বাকি ছয় অভিযুক্তকে খালাস দেওয়া হয়।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর ইসমাইল হোসেন বলেন, ‘নিহতের সঙ্গে আসামিদের পারিবারিক জমি নিয়ে বিরোধ ছিল। এ মামলায় আদালত যে রায় দিয়েছেন তা যুগান্তকারী। এ রায়ে আমরা সন্তুষ্ট।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত