লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় গ্রাম পুলিশ বকুল শেখকে কুপিয়ে হত্যার ঘটনায় রুবেল শেখ (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন।
গতকাল সোমবার রাতে নিহতের ছেলে রমজান শেখ বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন। এতে সাতজনের নাম ও অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়।
এর আগে গত রোববার সন্ধ্যায় উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি পূর্বপাড়ার গ্রাম পুলিশকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। নিহত বকুল শেখ ওই গ্রামের মৃত বদির শেখের ছেলে।
নিহতের ছেলে রমজান শেখ বলেন, ‘গ্রামের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পুলিশকে জানালে আমার বাবাকে হত্যা করেছে আসামিরা। হত্যাকাণ্ডের পর আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তারা কেউ এলাকায় নেই। বাবার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানাই।’
লোহাগড়া থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, বকুল শেখকে কুপিয়ে হত্যার ঘটনায় তাঁর ছেলে মামলা করেছেন। এ ঘটনায় রুবেল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
নড়াইলের লোহাগড়ায় গ্রাম পুলিশ বকুল শেখকে কুপিয়ে হত্যার ঘটনায় রুবেল শেখ (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন।
গতকাল সোমবার রাতে নিহতের ছেলে রমজান শেখ বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন। এতে সাতজনের নাম ও অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়।
এর আগে গত রোববার সন্ধ্যায় উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি পূর্বপাড়ার গ্রাম পুলিশকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। নিহত বকুল শেখ ওই গ্রামের মৃত বদির শেখের ছেলে।
নিহতের ছেলে রমজান শেখ বলেন, ‘গ্রামের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পুলিশকে জানালে আমার বাবাকে হত্যা করেছে আসামিরা। হত্যাকাণ্ডের পর আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তারা কেউ এলাকায় নেই। বাবার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানাই।’
লোহাগড়া থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, বকুল শেখকে কুপিয়ে হত্যার ঘটনায় তাঁর ছেলে মামলা করেছেন। এ ঘটনায় রুবেল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেট কার বাজারের ভেতর দিয়ে প্রবেশের সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই ক্ষতিগ্রস্ত হয় এবং মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
১১ মিনিট আগেনড়াইল সদর উপজেলায় আকবার ফকির (৬৫) নামে এক ইজিবাইকচালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের একটি বাঁশবাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
১৮ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে রাসায়নিক দ্রব্যের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দোকান কর্মচারী আলআমিন হোসেন বাবু (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার (২৬ সেপ্টম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, এ ঘটনায় দুই ফায়ার ফাইটারের...
১৮ মিনিট আগেপাঁচ দিন নিখোঁজ থাকার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী মাওলানা মামুনুর রশীদকে উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ২টার দিকে রাজধানীর পূর্বাচলের ১ নম্বর সেক্টরের একটি মসজিদ থেকে তাঁকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে তুরাগ থানা–পুলিশ।
৩১ মিনিট আগে