Ajker Patrika

মেট্রোরেলের মেশিনারিজ নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১৯: ১৫
মেট্রোরেলের মেশিনারিজ নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

মেট্রোরেলের মেশিনারিজ নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী ‘এমভি প্রিসিয়াস কোরাল’ নামে একটি বিদেশি জাহাজ। গতকাল বুধবার রাতে জাহাজটি মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করে। 

জাহাজের পণ্য খালাসকারী প্রতিষ্ঠান জানায়, গতকাল রাত থেকেই জাহাজ থেকে পণ্য খালাস শুরু করা হয়। আগামী এক-দুই দিনের মধ্যে জাহাজের পণ্য খালাস করা শেষ হবে। এরপর তা নৌ ও সড়কপথে নেওয়া হবে ঢাকার দিয়াবাড়ি মেট্রোরেল প্রকল্প এলাকায়।

জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিমশিপ কোম্পানির ব্যবস্থাপক সাধন কুমার আজকের পত্রিকাকে বলেন, গত ১৫ ফেব্রুয়ারি জাপানের কোবে বন্দর থেকে ৯৭ প্যাকেজে ৫৭৮ দশমিক ২৫০ টন মেশিনারিজ নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে পানামা পতাকাবাহী জাহাজ এমভি প্রিসিয়াস কোরাল। 

২৬ দিন পর বুধবার (১৩ মার্চ) রাতে জাহাজটি মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে। এদিন রাতের পালা থেকে মেশিনারিজগুলো খালাস করা শুরু করেন খালাসকারী প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্সের শ্রমিকেরা। 

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি মেট্রোরেলের কংক্রিট পাইপ নিয়ে মোংলা বন্দরে ভিড়ে ‘এমভি কিয়ো কোরাল’ নামে আরেকটি বিদেশি বাণিজ্যিক জাহাজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত