Ajker Patrika

পাটকেলঘাটায় স্বামীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
পাটকেলঘাটায় স্বামীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

সাতক্ষীরার পাটকেলঘাটায় স্ত্রী কর্তৃক স্বামীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে পাটকেলঘাটা থানার নগরঘাটার মঠবাড়ি গ্রামে ঘটনাটি ঘটে। আজ বুধবার ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিহত ব্যক্তি নগরঘাটা ইউনিয়নের মঠবাড়ি গ্রামের মোহাম্মদ আলী মোড়লের ছেলে গোলাম হোসেন (৪০)। তাঁর স্ত্রী মোছা. রেহেনা খাতুন (৩৫) গলায় দড়ি দিয়ে তাঁকে হত্যা করেছে বলে মৃতের পরিবার অভিযোগ করে।

স্ত্রী মোছা. রেহেনা খাতুন (৩৫) একই ইউনিয়নের আসাননগর গ্রামের হান্নান আলী মোড়লের মেয়ে। তাদের দুই সন্তান রয়েছে।

মৃতের ভাই সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, আমার ভাই গোলাম হোসেনের বাড়ি থেকে আমার বাড়ি ১০০ থেকে ১৫০ গজ দূরে। গতকাল রাতে আমার ভাইয়ের ছেলে সাগর আমার বাড়িতে গিয়ে আমার আম্মাকে ডেকে বলে বাবার শরীর খারাপ, বাবার বুকে ব্যথা করছে। আমি ডাক্তারকে খবর দিয়ে ভাতিজার সঙ্গে তাদের বাড়ি যাই। গিয়ে দেখি ভাই মারা গেছেন।

আবুল কালাম আজাদ আরও বলেন, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে গলায় এবং হাতে কেন দাগ থাকবে? গোলামের গলায় দাগ রয়েছে, এ ছাড়া হাতের দুই পাশে কাঁধের নিচে দাগ রয়েছে। আমার ধারণা গোলামের স্ত্রী তাঁকে মেরে ফেলেছে।

নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু জানান, পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় পাটকেলঘাটা থানার উপপরিদর্শক কৃষ্ণপদ সমাদ্দার বলেন, এটি হত্যা না সাধারণ মৃত্যু ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে। তবে মৃতের গলায় আঘাতের চিহ্ন আছে। নিহতের স্ত্রী রেহেনা বেগমকে (৩৬) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত