দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর-মরিচা ডিগ্রি কলেজে তালা ভেঙে কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে প্রাণনাশের হুমকির অভিযোগে কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান (৫৮) ও তাঁর ছোট ভাই ইউনুস আলীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার নিজ বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করে দৌলতপুর থানা-পুলিশ।
জানা গেছে, গ্রেপ্তার আব্দুল মান্নান ফিলিপনগর এলাকার ইসমাইল সরদারের ছেলে এবং কলেজের সাবেক অধ্যক্ষ। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৪ মে সকালে অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুল মান্নান ও তাঁর সহযোগীরা কলেজে প্রবেশ করেন। তাঁরা কার্যালয় কক্ষের তালা ভেঙে ভাঙচুর চালান এবং একটি ল্যাপটপ, ৪৭ হাজার ৫০০ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র লুট করে নিয়ে যান। এ সময় হামলাকারীরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউর রহমান মাসুমকে প্রাণনাশের হুমকি দেন।
ঘটনার তিন দিন পর ১৭ মে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউর রহমান মাসুম বাদী হয়ে দৌলতপুর থানায় আব্দুল মান্নান, ইউনুস আলী ও মেহেদীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে মামলা করেন।
এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর আব্দুল মান্নান জনরোষের মুখে এলাকা ছেড়ে পালিয়ে যান। এরপর এলাকাবাসী ও কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তে ৯ সেপ্টেম্বর মাসুম ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই আব্দুল মান্নান বিভিন্নভাবে তাঁকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। ১৩ সেপ্টেম্বর থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়। ১৪ মে সকাল ১০টার দিকে কলেজে প্রবেশের সময় মান্নান ও তাঁর সহযোগীরা তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখেন এবং পরে লুটপাট চালান।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা আজকের পত্রিকাকে বলেন, কলেজে ভাঙচুর, লুটপাটসহ হত্যার হুমকির অভিযোগে সাবেক অধ্যক্ষ ও তাঁর ভাইকে গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ফিলিপনগর-মরিচা ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি স ম সরওয়ার বলেন, ‘আসামি আব্দুল মান্নান ও তাঁর লোকজন কলেজের তালা ভেঙে ল্যাপটপ, নথিপত্র ও টাকা লুট করে নিয়ে গেছেন এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর-মরিচা ডিগ্রি কলেজে তালা ভেঙে কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে প্রাণনাশের হুমকির অভিযোগে কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান (৫৮) ও তাঁর ছোট ভাই ইউনুস আলীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার নিজ বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করে দৌলতপুর থানা-পুলিশ।
জানা গেছে, গ্রেপ্তার আব্দুল মান্নান ফিলিপনগর এলাকার ইসমাইল সরদারের ছেলে এবং কলেজের সাবেক অধ্যক্ষ। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৪ মে সকালে অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুল মান্নান ও তাঁর সহযোগীরা কলেজে প্রবেশ করেন। তাঁরা কার্যালয় কক্ষের তালা ভেঙে ভাঙচুর চালান এবং একটি ল্যাপটপ, ৪৭ হাজার ৫০০ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র লুট করে নিয়ে যান। এ সময় হামলাকারীরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউর রহমান মাসুমকে প্রাণনাশের হুমকি দেন।
ঘটনার তিন দিন পর ১৭ মে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউর রহমান মাসুম বাদী হয়ে দৌলতপুর থানায় আব্দুল মান্নান, ইউনুস আলী ও মেহেদীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে মামলা করেন।
এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর আব্দুল মান্নান জনরোষের মুখে এলাকা ছেড়ে পালিয়ে যান। এরপর এলাকাবাসী ও কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তে ৯ সেপ্টেম্বর মাসুম ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই আব্দুল মান্নান বিভিন্নভাবে তাঁকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। ১৩ সেপ্টেম্বর থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়। ১৪ মে সকাল ১০টার দিকে কলেজে প্রবেশের সময় মান্নান ও তাঁর সহযোগীরা তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখেন এবং পরে লুটপাট চালান।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা আজকের পত্রিকাকে বলেন, কলেজে ভাঙচুর, লুটপাটসহ হত্যার হুমকির অভিযোগে সাবেক অধ্যক্ষ ও তাঁর ভাইকে গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ফিলিপনগর-মরিচা ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি স ম সরওয়ার বলেন, ‘আসামি আব্দুল মান্নান ও তাঁর লোকজন কলেজের তালা ভেঙে ল্যাপটপ, নথিপত্র ও টাকা লুট করে নিয়ে গেছেন এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে লক্ষ্য করে তীব্র ভাষায় বলতে শোনা যায়, ‘আপনারে কে এখানে বসাইছে, আমি তার কইলজা খুলিয়ালামু। আপনার কইলজাও খুলমু।’
৪ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগর, বড় সরদারবাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১৩ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগে