Ajker Patrika

মধ্যরাতে বিএনপি নেতার বাসভবনে ৩টি বোমা নিক্ষেপ

অভয়নগর (যশোর) প্রতিনিধি
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১৫: ৫২
মধ্যরাতে বিএনপি নেতার বাসভবনে ৩টি বোমা নিক্ষেপ

যশোরের অভয়নগর থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও যশোর জেলা বিএনপির সদস্যের বাসভবন লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ধোপাদী নতুন বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। 

অভয়নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও যশোর জেলা বিএনপির সদস্য মশিয়ার রহমান মশি বর্তমানে যশোর জেলা কারাগারে রয়েছেন। গত ১৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য গাড়িতে করে যাওয়ার পথে উত্তর কেরানীগঞ্জের এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে মশিয়ার রহমান মশির ছোট ভাই হাফিজুর রহমান বলেন, ‘মধ্যরাতে ভাইয়ের বাসভবন লক্ষ্য করে তিনটি বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বিকট শব্দে পরিবারের লোকজন দ্রুত রাস্তায় আসি। এ সময় দুটি মোটরসাইকেলেযোগে তিন ব্যক্তিকে নতুন বাজারের দিকে পালিয়ে যেতে দেখা যায়। বাসভবনের গেট, পিলার ও দেয়ালে তিনটি বোমা বিস্ফোরণের দাগ দেখে পুলিশে খবর দেওয়া হয়।’ 

হাফিজুর রহমান আরও বলেন, ‘এ ঘটনায় পরিবারের লোকজন নিয়ে চরম আতঙ্কের মধ্যে আছি।’ 

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমাসদৃশ আলামত জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত