Ajker Patrika

টায়ার পুড়িয়ে তেল তৈরি, ২ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ৪৪
টায়ার পুড়িয়ে তেল তৈরি, ২ ব্যবসায়ীকে জরিমানা

যশোরের মনিরামপুরে খোলা মাঠে কারখানা স্থাপন করে টায়ার পুড়িয়ে তেল (একধরনের জ্বালানি তেল) তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন জহিরুল ইসলাম ও বৈদ্যনাথ কুমার। তাঁরা বরিশাল ও রংপুর অঞ্চল থেকে এসে মনিরামপুর-ঝিকরগাছা সড়কের দেবিদাসপুরে কাটাখাল এলাকায় এই কারখানা স্থাপন করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,তিন-চার বছর ধরে ফসলি জমি দখলে নিয়ে টেকওয়েস্ট ও আকন্দ ট্রেডার্স নামে পাশাপাশি দুটি কারখানা স্থাপন করে প্রকাশ্যে টায়ার পুড়িয়ে তেল তৈরির কাজ চালাচ্ছিলেন ওই ব্যবসায়ীরা। এতে তীব্র দুর্গন্ধ ও কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি নষ্ট হচ্ছিল মাঠের ফসল। দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। 

অভিযানের সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান বলেন, কারখানা দুটির অবস্থান পাশাপাশি। এদের মধ্যে একটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে। খোলা পরিবেশে অত্যন্ত অরক্ষিত অবস্থায় প্রতিষ্ঠান দুটি টায়ার পুরিয়ে একধরনের তেল তৈরি করে। টায়ার পোড়ানোর ফলে আশপাশের এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এ ছাড়া টায়ারের ছাই আশপাশের গাছ ও ফসলের ক্ষতি করছে। 

এসিল্যান্ড আলী হাসান আরও বলেন, প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ছাড়পত্র না থাকায় আকন্দ ট্রেডার্সের কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত