Ajker Patrika

সাড়ে ৫ ফুট কলার কাঁদি, বিক্রি হলো ৫০ টাকা কেজি

প্রতিনিধি
সাড়ে ৫ ফুট কলার কাঁদি, বিক্রি হলো ৫০ টাকা কেজি

কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে তরিকুল ইসলাম নামে এক কৃষকের একটি কলাগাছে সাড়ে পাঁচ ফুট দৈর্ঘ্যের কাঁদি হয়েছে। এত বড় কাঁদি সচরাচর দেখা যায় না। কাঁদিটি একনজর দেখতে এলাকাবাসী ভিড় করছেন তরিকুলের বাড়ি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে কাঁদিটির ছবি।

জানা যায়, কেশবপুর সদর ইউনিয়নের নতুন মূলগ্রামের কৃষক তরিকুল ইসলাম বাড়ির পাশে একটি দুধসাগর কলার গাছ রোপণ করেন। গাছে কাঁদি আসার পর যখন অস্বাভাবিক বড় হওয়ায় বস্তা দিয়ে ঢেকে রাখেন। গতকাল মঙ্গলবার বিকালে তিনি দেখেন কাঁদির কলা পাকতে শুরু করেছে। তখন কাঁদি কেটে বাড়ি আনেন। প্রায় সাড়ে পাঁচ ফুট দীর্ঘ ওই কাঁদিটি বাড়ির পাশের রাস্তার উপর আনতেই এলাকার লোকজন দেখতে ভিড় করতে থাকে। বিষয়টি জানাজানি হলে আজ বুধবার সকালে অনেকেই কলা কিনতে আসেন।

গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন বলেন, এত বড় কলার কাঁদি প্রথমবার দেখলাম। স্মৃতি হিসেবে ধরে রাখতে ও অন্যদের দেখানোর জন্য ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছি, অনেকেই মন্তব্য করেছেন।

কৃষক তরিকুল ইসলাম বলেন, ফেসবুকে কলার কাঁদির ছবিসহ আমার ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে এলাকার একজন ফেসবুকে পোস্ট করেছে। দূর দূরান্ত থেকে অনেকে কল কিনতে আসছেন। এক নজর দেখতেও আসছেন অনেকে। প্রায় সাড়ে পাঁচ ফুট কাঁদিতে ১৮টি ছড়া রয়েছে। ওজন হয়েছে ৩০ কেজি। প্রতি কেজি কলা ৫০ টাকা দরে বিক্রি হয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা বলেন, ফেসবুকে ওই কলার কাঁদির ছবি দেখেছি। সাধারণত এত বড় কলার কাঁদি এ উপজেলায় দেখা যায় না। এটাকে অস্বাভাবিক বৃদ্ধি বলা যেতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত