Ajker Patrika

বাগেরহাটে ২৭ মামলার আসামি অস্ত্র ও গুলিসহ পুলিশের হাতে গ্রেপ্তার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ২৫ জুন ২০২৪, ১১: ৩৫
বাগেরহাটে ২৭ মামলার আসামি অস্ত্র ও গুলিসহ পুলিশের হাতে গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাট মডেল থানার পুলিশ সাতাশ মামলার আসামি ইমরানকে (৩০) গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় ইমরানের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশীয় পিস্তল, ছয় রাউন্ড বন্দুক ও চায়না রাইফেলের গুলি এবং বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নতুন করে একটি অস্ত্র মামলা দেওয়া হয়েছে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম এসব নিশ্চিত করেন। 

ফকিরহাট মডেল থানার পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার লখপুর ইউনিয়নের ছোট খাজুরা নিকারীপাড়া গ্রামের হযরত আলীর ছেলে ইমরান একজন পেশাদার ডাকাত। তাঁর বিরুদ্ধে বিভিন্ন এলাকায় ডাকাতি, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, বিস্ফোরক, মাদক, চুরি, নারী ও শিশু নির্যাতনসহ ২৭টি মামলা রয়েছে। তিনি বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকায় পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ইমরান বাড়িতে অবস্থান করছে জানতে পেরে ফকিরহাট মডেল থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। 

ফকিরহাট মডেল থানার ওসি মো. আশরাফুল আলম বলেন, ডাকাত ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একজন দুর্ধর্ষ প্রকৃতির লোক। তাঁর বিরুদ্ধে আগের ২৭টি ও বর্তমানের ১টিসহ মোট ২৮টি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত