Ajker Patrika

২৫ আগস্ট থেকে একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে না খুবিতে

খুবি প্রতিনিধি
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৪: ৩৫
২৫ আগস্ট থেকে একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে না খুবিতে

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, ট্রেজারার, হল প্রভোস্টসহ প্রশাসনের ৬৭ জন একযোগে পদত্যাগ করায় স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। আগামী রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে শিগগির শুরু হচ্ছে না ক্লাস। 

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা (সেট) স্কুলের ডিনের সঙ্গে ডিসিপ্লিন প্রধানদের এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক ড. কামরুল হাসান তালুকদার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

কামরুল হাসান তালুকদার বলেন, ‘ঘোষিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী একাডেমিক কার্যক্রম চালিয়ে নিতে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের শিক্ষকেরা প্রস্তুত আছেন। তবে বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, ছাত্রবিষয়ক পরিচালকবৃন্দ, প্রভোস্ট বডিতে কেউ দায়িত্বরত নন। বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অনুযায়ী ক্লাস শুরুর ১০ কার্যদিবসের মধ্যে কোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার কথা উল্লেখ রয়েছে। কিন্তু হল প্রভোস্টরা না থাকায় রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে না।’ 

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ডিএসএ বডি এবং প্রভোস্ট বডি না থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্নতা রয়েছে। এমন অবস্থায় ২৫ আগস্ট থেকে একাডেমিক কার্যক্রম শুরুর পরিবেশ বিরাজমান নয় বলে সবাই মনে করেন।’ 

উল্লেখ্য, গত মঙ্গলবার (২০ আগস্ট) খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন পদত্যাগ করেন। উপাচার্য ছাড়াও পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ট্রেজারার, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্ট এবং বিভিন্ন দপ্তরের পরিচালক মিলিয়ে মোট ৬৭ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত