খুলনা প্রতিনিধি
খুলনা নগরীর শিপইয়ার্ড ও চানমারি এলাকার তিনটি বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রদলের সাবেক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল। এ সময় একটি বিদেশি রিভলবার, গুলি ও ২৭০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।
গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। এ ঘটনায় খুলনা সদর থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনা সদর থানার শিপইয়ার্ড এলাকার মো. রাজু আহমেদ, জুনায়েদ হোসেন মুন্না, চানমারি মাস্টারপাড়া এলাকার মিরাজ, নীরব ইসলাম জিয়া ও বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দার শামীম হোসেন। তাঁদের মধ্যে রাজু আহমেদ খুলনা সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ছিলেন বলে জানা গেছে।
জানতে চাইলে খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা জানান, রাজু আগে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে তিনি দলের সঙ্গে সম্পৃক্ত নেই। তাঁর কোনো পদ-পদবিও নেই। তিনি দলের কেউ নন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম আজকের পত্রিকাকে বলেন, রাতে বিদেশি পিস্তল, গুলি, মাদকদ্রব্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযানে আরও বেশ কয়েকজনকে আটক করা হয়। পরে তথ্য যাচাই-বাছাই শেষে অনেককে ছেড়ে দেওয়া হয়।
খুলনা নগরীর শিপইয়ার্ড ও চানমারি এলাকার তিনটি বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রদলের সাবেক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল। এ সময় একটি বিদেশি রিভলবার, গুলি ও ২৭০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।
গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। এ ঘটনায় খুলনা সদর থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনা সদর থানার শিপইয়ার্ড এলাকার মো. রাজু আহমেদ, জুনায়েদ হোসেন মুন্না, চানমারি মাস্টারপাড়া এলাকার মিরাজ, নীরব ইসলাম জিয়া ও বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দার শামীম হোসেন। তাঁদের মধ্যে রাজু আহমেদ খুলনা সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ছিলেন বলে জানা গেছে।
জানতে চাইলে খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা জানান, রাজু আগে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে তিনি দলের সঙ্গে সম্পৃক্ত নেই। তাঁর কোনো পদ-পদবিও নেই। তিনি দলের কেউ নন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম আজকের পত্রিকাকে বলেন, রাতে বিদেশি পিস্তল, গুলি, মাদকদ্রব্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযানে আরও বেশ কয়েকজনকে আটক করা হয়। পরে তথ্য যাচাই-বাছাই শেষে অনেককে ছেড়ে দেওয়া হয়।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শিবগঞ্জ-বেগমপুর সড়কের সংস্কারকাজ গত ১০ বছরেও শেষ হয়নি। বিগত সরকারের শাসনামলে সড়কের সংস্কারকাজ একাধিকবার শুরু হলেও শেষ আর হয়নি। সর্বশেষ গত বছরের অক্টোবর মাসে সড়কের দুই কিলোমিটার অংশে সংস্কারকাজ শুরু হয়, কিন্তু আংশিক কাজ করে চলে যায় ঠিকাদার।
২০ মিনিট আগেঢাকা থেকে পাটুরিয়া ফেরিঘাটে যাওয়ার পথে গাবতলী পার হলেই চোখে পড়ে প্লাস্টিক, পচা খাবার আর নানা রকম বর্জ্যের স্তূপ। সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিড সাবস্টেশনের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের একপাশের কয়েক শ ফুটজুড়ে ছড়িয়ে থাকা ওই আবর্জনার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধ এলাকার পরিবেশ দূষিত করছে।
২০ মিনিট আগেগাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মো. মারুফ হাসান মিরাজ (১৯) নামের এক কলেজশিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। মো. মারুফ হাসান মিরাজ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের মো. ফুল মিয়ার ছেলে।
৪ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় কনসার্ট চলাকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত তিনজন। তবে পুলিশ বলছে, স্লোগান দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। কনসার্টে যাওয়া উচ্ছৃঙ্খল কয়েকজন যুবক ভাঙচুর করায় পুলিশ অ্যাকশনে গেছে।
৪ ঘণ্টা আগে