যশোর প্রতিনিধি
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় (জিএসটি) উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন যশোরের মেধাবী শিক্ষার্থী মীম আখতার শিখা। তবে তাঁর ভুলের কারণে নির্ধারিত সময়ে কাগজপত্র জমা দিতে না পারায় সেই সুযোগ হাতছাড়া হয়ে গেছে। ফলে স্বপ্নের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির আশা অধরাই থেকে গেল এই দরিদ্র পরিবারের মেয়েটির।
মীম আখতার যশোর সদর উপজেলার তপস্বীডাঙ্গা গ্রামের বাসিন্দা। তাঁর বাবা আসাদুল বিশ্বাস একজন ভ্যানচালক। পরিবারে তিন সন্তানের পড়ালেখার খরচ বহন করেন তিনি।
ভুক্তভোগী শিক্ষার্থী মিম আখতার শিখা বলেন, ‘আমার বাবা রিকশাচালক। আমরা তিন ভাই-বোন পড়ালেখা করি। বাবা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অনেক কষ্টে ধার করে ৫ হাজার টাকা জোগাড় করে গত ৩০ জুন অনলাইনে ভর্তির ফি পরিশোধ করি। নোটিশ ছিল ১/৭/২৫ তারিখে ভর্তির কাগজপত্র জমা দিতে হবে। আমি মনে করেছি ১ থেকে ৭ তারিখের ভেতরে কাগজপত্র জমা দিতে হবে। আমি ভুল বুঝতে পেরে ৩ জুলাই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কাগজপত্র জমা দিতে যাই। কিন্তু বিশ্ববিদ্যালয় ছুটি থাকায় জমা দিতে পারিনি। আবেদনে আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিজম ম্যানেজমেন্ট বিষয়ে চয়েস দিয়েছিলাম। এ জন্য ৭ জুলাই সেখানে যাই। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার কাগজপত্র জমা নেয়নি। আমি বুঝতে পারছি না এখন কী করব। সুযোগ পেয়েও স্বপ্নপূরণ অধরাই থেকে গেল।’
কী বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ?
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল হাসান বলেন, ‘নির্ধারিত সময়ের বাইরে কেউ এলে আমাদের কিছু করার থাকে না। অটোমেটিক সিস্টেমে তার সিট মুছে গিয়ে অন্য কেউ ভর্তি হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে নেওয়া হয়। যেহেতু সে যশোরে ছিল, সেহেতু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করাই উচিত ছিল।’
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিএসটি ভর্তি কমিটির চিফ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. শিরিন নিগার বলেন, ‘নির্ধারিত সময় পেরিয়ে গেলে মাইগ্রেশনের মাধ্যমে অন্য শিক্ষার্থী ভর্তি হয়ে যায়। সবকিছু অনলাইনে হওয়ায় আমাদের কিছু করার থাকে না।’
জিএসটি ভর্তি কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজিম আখন্দ বলেন, ‘সফটওয়্যারভিত্তিক ভর্তি পদ্ধতিতে সময়মতো কেউ ভর্তি না হলে সেই সিটে অন্য কেউ মাইগ্রেশনের মাধ্যমে ভর্তি হয়ে যায়। নিয়মের বাইরে গেলে পুরো সিস্টেম ভেঙে পড়বে। ফলে নির্ধারিত সময় পেরিয়ে ভর্তির সুযোগ নেই।’
আরও খবর পড়ুন:
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় (জিএসটি) উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন যশোরের মেধাবী শিক্ষার্থী মীম আখতার শিখা। তবে তাঁর ভুলের কারণে নির্ধারিত সময়ে কাগজপত্র জমা দিতে না পারায় সেই সুযোগ হাতছাড়া হয়ে গেছে। ফলে স্বপ্নের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির আশা অধরাই থেকে গেল এই দরিদ্র পরিবারের মেয়েটির।
মীম আখতার যশোর সদর উপজেলার তপস্বীডাঙ্গা গ্রামের বাসিন্দা। তাঁর বাবা আসাদুল বিশ্বাস একজন ভ্যানচালক। পরিবারে তিন সন্তানের পড়ালেখার খরচ বহন করেন তিনি।
ভুক্তভোগী শিক্ষার্থী মিম আখতার শিখা বলেন, ‘আমার বাবা রিকশাচালক। আমরা তিন ভাই-বোন পড়ালেখা করি। বাবা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অনেক কষ্টে ধার করে ৫ হাজার টাকা জোগাড় করে গত ৩০ জুন অনলাইনে ভর্তির ফি পরিশোধ করি। নোটিশ ছিল ১/৭/২৫ তারিখে ভর্তির কাগজপত্র জমা দিতে হবে। আমি মনে করেছি ১ থেকে ৭ তারিখের ভেতরে কাগজপত্র জমা দিতে হবে। আমি ভুল বুঝতে পেরে ৩ জুলাই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কাগজপত্র জমা দিতে যাই। কিন্তু বিশ্ববিদ্যালয় ছুটি থাকায় জমা দিতে পারিনি। আবেদনে আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিজম ম্যানেজমেন্ট বিষয়ে চয়েস দিয়েছিলাম। এ জন্য ৭ জুলাই সেখানে যাই। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার কাগজপত্র জমা নেয়নি। আমি বুঝতে পারছি না এখন কী করব। সুযোগ পেয়েও স্বপ্নপূরণ অধরাই থেকে গেল।’
কী বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ?
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল হাসান বলেন, ‘নির্ধারিত সময়ের বাইরে কেউ এলে আমাদের কিছু করার থাকে না। অটোমেটিক সিস্টেমে তার সিট মুছে গিয়ে অন্য কেউ ভর্তি হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে নেওয়া হয়। যেহেতু সে যশোরে ছিল, সেহেতু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করাই উচিত ছিল।’
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিএসটি ভর্তি কমিটির চিফ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. শিরিন নিগার বলেন, ‘নির্ধারিত সময় পেরিয়ে গেলে মাইগ্রেশনের মাধ্যমে অন্য শিক্ষার্থী ভর্তি হয়ে যায়। সবকিছু অনলাইনে হওয়ায় আমাদের কিছু করার থাকে না।’
জিএসটি ভর্তি কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজিম আখন্দ বলেন, ‘সফটওয়্যারভিত্তিক ভর্তি পদ্ধতিতে সময়মতো কেউ ভর্তি না হলে সেই সিটে অন্য কেউ মাইগ্রেশনের মাধ্যমে ভর্তি হয়ে যায়। নিয়মের বাইরে গেলে পুরো সিস্টেম ভেঙে পড়বে। ফলে নির্ধারিত সময় পেরিয়ে ভর্তির সুযোগ নেই।’
আরও খবর পড়ুন:
চিত্রনায়িকা পপির চাচা মিয়া বাবর হোসেনকে খুলনার সোনাডাঙ্গার জমিদারবাড়ি ‘মিয়াবাগ’ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি। মিয়া বাবরের দাবি, তাঁর ভাইয়ের স্ত্রী শিউলি বেগম ও ভাতিজি জামাই একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা তারেক...
২৩ মিনিট আগেমানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। উপজেলার মুন্সিগান্দি মৌজায় এই বালু তোলার কারণে পাশের চর পয়লা গ্রাম বিলীন হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়েছে। এ নিয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেওয়া হয়েছে।
৩৭ মিনিট আগেসৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিযুক্ত ৮ কর্মচারী দীর্ঘ ১০ মাস বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। বেতনের ১১ লাখ ৪৮ হাজার ৪৮০ টাকা আত্মসাৎ করে লাপাত্তা হয়েছেন নিয়োগদানকারী ঠিকাদার। হতাশায় ওই ভুক্তভোগীদের মধ্যে জুয়েল ইসলাম নামের একজন পরিচ্ছন্নতাকর্মী ইতিমধ্যে আত্মহত্যার চেষ্টাও..
৪২ মিনিট আগেতিন-চার দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। এতে বেড়েছে সব ধরনের সবজির দাম। তবে কাঁচা মরিচের দাম বেড়েছে সবচেয়ে বেশি, প্রতি কেজির দাম ২৫০ থেকে ৩০০ টাকা। অন্যদিকে ডিমের বাজারে দেখা যাচ্ছে উল্টো চিত্র।
১ ঘণ্টা আগে