শিক্ষা ডেস্ক
ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় নজরকাড়া সাফল্য অর্জন করেছে। চলতি বছর এ প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৫২৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ১ হাজার ৪৪২ জন উত্তীর্ণ এবং ৬৩৫ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৯৪.৬৪ শতাংশ।
প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে ৬১৯ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১১ জন এবং মানবিক বিভাগ থেকে ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ইংলিশ ভার্সনের ৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭২ জনই জিপিএ-৫ অর্জন করেছে, যা এক অনন্য সাফল্য। এ ছাড়া এ বছর ছেলেরা জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে মেয়েদের থেকে এগিয়ে রয়েছে।
উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মাননান বলেন, ‘এই কৃতিত্ব আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রয়াসের ফসল।’
অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘২০২৫ সালের এসএসসি পরীক্ষাটি ছিল তুলনামূলকভাবে কঠিন ও ব্যতিক্রম। তারপরও আমাদের শিক্ষার্থীরা অতীতের ধারাবাহিকতায় এ বছরও সন্তোষজনক ফল অর্জন করেছে। তারা সত্যিই মেধাবী ও মনোযোগী। তবে ২০২৪ সালের “জুলাই গণ-আন্দোলনের” পরবর্তী মানসিক ধাক্কা অনেক শিক্ষার্থীকে প্রভাবিত করেছে, যার ফলে সকলের পক্ষে প্রত্যাশিত ফল অর্জন সম্ভব হয়নি।’
বিজ্ঞান বিভাগের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী মো. তানভীর আহমেদ বলেন, ‘ভীষণ ভয় ছিল, তবে শেষ পর্যন্ত নিজের কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পেরেছি। অধ্যক্ষ স্যার ও শিক্ষকদের অবদান আমি চিরদিন মনে রাখব।’
অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগের কৃতী শিক্ষার্থী ইফফাত রিজিয়া সানির অভিভাবক বলেন, ‘আমার মেয়ে জিপিএ-৫ পেয়েছে। এ প্রতিষ্ঠান শুধু পড়াশোনা নয়, শিক্ষার্থীদের লক্ষ্যপূরণে সর্বাত্মক সহায়তা করে।’
২০১৫ সালে ঢাকা বোর্ডে এসএসসিতে প্রথম স্থান এবং ২০১২ সালে দ্বিতীয় স্থান অর্জনকারী সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ তার গৌরবময় ঐতিহ্য ধরে রেখেছে।
ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় নজরকাড়া সাফল্য অর্জন করেছে। চলতি বছর এ প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৫২৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ১ হাজার ৪৪২ জন উত্তীর্ণ এবং ৬৩৫ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৯৪.৬৪ শতাংশ।
প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে ৬১৯ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১১ জন এবং মানবিক বিভাগ থেকে ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ইংলিশ ভার্সনের ৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭২ জনই জিপিএ-৫ অর্জন করেছে, যা এক অনন্য সাফল্য। এ ছাড়া এ বছর ছেলেরা জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে মেয়েদের থেকে এগিয়ে রয়েছে।
উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মাননান বলেন, ‘এই কৃতিত্ব আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রয়াসের ফসল।’
অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘২০২৫ সালের এসএসসি পরীক্ষাটি ছিল তুলনামূলকভাবে কঠিন ও ব্যতিক্রম। তারপরও আমাদের শিক্ষার্থীরা অতীতের ধারাবাহিকতায় এ বছরও সন্তোষজনক ফল অর্জন করেছে। তারা সত্যিই মেধাবী ও মনোযোগী। তবে ২০২৪ সালের “জুলাই গণ-আন্দোলনের” পরবর্তী মানসিক ধাক্কা অনেক শিক্ষার্থীকে প্রভাবিত করেছে, যার ফলে সকলের পক্ষে প্রত্যাশিত ফল অর্জন সম্ভব হয়নি।’
বিজ্ঞান বিভাগের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী মো. তানভীর আহমেদ বলেন, ‘ভীষণ ভয় ছিল, তবে শেষ পর্যন্ত নিজের কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পেরেছি। অধ্যক্ষ স্যার ও শিক্ষকদের অবদান আমি চিরদিন মনে রাখব।’
অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগের কৃতী শিক্ষার্থী ইফফাত রিজিয়া সানির অভিভাবক বলেন, ‘আমার মেয়ে জিপিএ-৫ পেয়েছে। এ প্রতিষ্ঠান শুধু পড়াশোনা নয়, শিক্ষার্থীদের লক্ষ্যপূরণে সর্বাত্মক সহায়তা করে।’
২০১৫ সালে ঢাকা বোর্ডে এসএসসিতে প্রথম স্থান এবং ২০১২ সালে দ্বিতীয় স্থান অর্জনকারী সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ তার গৌরবময় ঐতিহ্য ধরে রেখেছে।
রাজধানীর নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটে নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার ছাপানো ও ফাঁস হওয়া নকল ব্যালটের অভিযোগ নিয়ে এবার অধিকতর তদন্ত করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন কমিশন। নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে...
৫ ঘণ্টা আগেতিনি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, জয়-পরাজয় যাই হোক না কেন, তাদের অধিকার ও স্বার্থরক্ষায় লড়াই অব্যাহত রাখব। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে অনিয়ম শিক্ষার্থীদের প্রত্যাশিত ভোটাধিকারকে ব্যাহত করেছে। তবু আমরা আন্দোলন-সংগ্রামের পথেই আছি।’
১৩ ঘণ্টা আগেশিক্ষার্থীদের অংশগ্রহণে ইতিমধ্যেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর ভোটাধিকার প্রয়োগ করতে পারায় তারা উচ্ছ্বসিত। এবারের নির্বাচনে ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৭ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭৬১ জন।
১৭ ঘণ্টা আগেভর্তি পরীক্ষা যেকোনো শিক্ষার্থীর জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা দেশের অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা শুধু পড়াশোনার দক্ষতার ভিত্তিতে নয়, ধৈর্য, মনোবল এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্য অর্জন করতে পারে।
২১ ঘণ্টা আগে