Ajker Patrika

যশোরে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন নারী 

যশোর প্রতিনিধি
আপডেট : ১৯ জুলাই ২০২২, ১৫: ১০
যশোরে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন নারী 

যশোরে শম্পা বেগম (২৬) নামে এক প্রবাসীর স্ত্রী বিয়ের আট বছর পর একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। চারজনের মধ্যে দুটি ছেলে ও দুটি কন্যাসন্তান। শম্পা সদর উপজেলার বসুন্দিয়া খানপাড়া গ্রামের মালয়েশিয়াপ্রবাসী আব্দুল কুদ্দুস মোল্লার স্ত্রী। 

গতকাল সোমবার রাতে যশোর শহরের কুইন্স হাসপাতালে সিজারের মাধ্যমে চার সন্তানের জন্ম হয় তাঁর। একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ায় শম্পা বেগমের পরিবার ও আত্মীয়স্বজনের মধ্যে আনন্দের বন্যা বইছে।

শম্পার পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শম্পার প্রসববেদনা উঠলে তাঁকে দ্রুত যশোর শহরের কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে ডা. প্রতিভা ঘরাইর তত্ত্বাবধানে সিজারের মাধ্যমে চার সন্তানের জন্ম হয়।

শম্পা বেগম সাংবাদিকদের জানান, তাঁর স্বামী মালয়েশিয়াপ্রবাসী কুদ্দুস মোল্লার সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে তাঁর। তিনিও খুব খুশি হয়েছেন বলে জানান। চার সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তাঁরা।

যশোর কুইন্স হাসপাতালের চিকিৎসক ডা. প্রতিভা ঘরাই বলেন, ‘নবজাতকদের স্বাভাবিক ওজন হলো আড়াই কেজি। শম্পার চার নবজাতকের মধ্যে একজনের ওজন স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হওয়ায় তাকে শহরের আদ-দ্বীন শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ওই শিশু দ্রুত সুস্থতা লাভ করবে বলে আমরা আশাবাদী। অন্য সন্তানেরাসহ শম্পা বেগম সুস্থ আছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত