Ajker Patrika

খুবি শিক্ষার্থী অর্ণব হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার আরও ১

খুলনা প্রতিনিধি
গ্রেপ্তার সাইফুল গাজী। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার সাইফুল গাজী। ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ব্যবসা প্রশাসনের ছাত্র অর্ণব কুমার হত্যা মামলার সন্দেহভাজন আসামি সাইফুল গাজীকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৩১ ফেব্রুয়ারি) রাত ১০টা ১০ মিনিটের দিকে নগরীর সোনাডাঙ্গা থানার বয়রা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সাইফুল গাজী সোনাডাঙ্গা থানার আইডিয়াল কলেজ রোড এলাকার মাগরেব গাজীর ছেলে।

আজ শনিবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪-এ হাজির করে তাঁর সাত দিনের রিমান্ড চাওয়া হয়। আদালতের বিচারক ফরিদুজ্জামান আগামীকাল রোববার শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ নিয়ে অর্ণব হত্যা মামলায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাইফুল গাজীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মনিরুজ্জামান মিঠু। তিনি বলেন, ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততা রয়েছে। ঘটনাস্থলের আশপাশের এলাকার সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হত্যাকাণ্ডের পর মোটরসাইকেলের বহরে সাইফুলের অবস্থান নিশ্চিত করে শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি রাতে নগরীর শেখপাড়ার তেঁতুলতলা মোড়ে সন্ত্রাসীরা প্রথমে গুলি ও পরে কুপিয়ে হত্যা করে অর্ণবকে। ঘটনার পরদিন নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে সোনাডাঙ্গা মডেল থানায় হত্যা মামলা করেন।

আরও পড়ুন:–

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত