Ajker Patrika

মিরপুরে শ্যামলী পরিবহনের বাস খাদে পড়ে নিহত ১, আহত ৩ 

প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)
মিরপুরে শ্যামলী পরিবহনের বাস খাদে পড়ে নিহত ১, আহত ৩ 

মিরপুর উপজেলায় কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে বেপরোয়া গতির যাত্রীবাহী শ্যামলী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় এক পথচারী বাসে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় তিনজন যাত্রী আহত হয়েছে। গত সোমবার দিবাগত রাত ১২টায় মিরপুর বিজিবি সেক্টরের 'কিছুক্ষণ' ক্যানটিনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার রুহুল আমিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী শ্যামলী পরিবহনের বেপরোয়া গতির একটি বাস রাত ১২টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসটি অজ্ঞাত এক পথচারীকে চাপা দেয়। এ ঘটনায় বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

গাড়ির যাত্রী খলিশাকুন্ডি গ্রামের নজরুল ইসলাম, মেহেরপুরের বাপ্পি ও গাংনীর বিল্লাল হোসেন জানান, ঢাকা থেকে বিকেল সাড়ে ৫টায় যাত্রীবাহী শ্যামলী পরিবহন ছেড়ে আসে। চালক গাড়িটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। বিজিবি সেক্টরের সামনে এলে এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে ৭ জন যাত্রী ছিলেন। তারা অল্প বিস্তর আহত হয়েছে। 

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, নিহত পথচারী পাগল ছিলেন। পথে-ঘাটে ঘুরে বেড়াতেন, তবে তার নাম জানা নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত