নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের গোলাপগঞ্জে তাজেল আহমদ (১৯) নামের এক নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজন তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া বড় মসজিদের পাশে এই ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিক গোলাপগঞ্জ উপজেলার আমুড়া গ্রামের ময়েন আলীর ছেলে। সে পেশায় রাজমিস্ত্রির (নির্মাণ শ্রমিক) কাজ করত। আহত তরুণ তানভির আহমদ (১৯) একই গ্রামের সফিক উদ্দিনের ছেলে। আজ শুক্রবার বাদ আসর আমুড়া (নয়াটুল) জামে মসজিদ প্রাঙ্গণে নিহত তাজেলের জানাজা শেষে দাফন করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আজ সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, মেসেঞ্জারে কটু কথোপকথনের জেরে এই ঘটনা ঘটেছে। জড়িত দুজনের নাম-পরিচয় পেয়েছি। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আহত তানভীর ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখনো কেউ এজাহার দাখিল করেননি, করলে আমরা তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেব।’
আজ সকালে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আহত তানভির আহমদ জানান, নিহত তাজেল আহমদের সঙ্গে প্রতিপক্ষ অপু আহমদের এক সপ্তাহ আগে কোনো কারণে মেসেঞ্জারে কটু কথোপকথন হয়। এরপর তাজেলকে দেখা করার কথা বলেন অপু। ঘটনার সময় তানভির ও তাজেল বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। তখন অপু, সাঈদসহ আরও ৫-৬ জন তাঁদের পিছু নেন। পেছন থেকে কদমরসুল গ্রামের অপু ডাক দিলে তাজেল কাছে যায়। তখন তানভীর যেতে নিষেধ করেন। কিন্তু ডাকার কারণ জানতে অপুর কাছে যাওয়া মাত্র তাজেলকে গলায় ছুরিকাঘাত করেন অপু। এ সময় তানভীর এগিয়ে গেলে তাকে পৌর এলাকার দাড়িপাতন গ্রামের সাঈদ আহমদ ছুরিকাঘাত করেন। দুজনকেই গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যান হামলাকারীরা।
স্থানীয় লোকজন জানান, ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তানভীর ও তাজেলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের ওসমানী হাসপাতালে পাঠান। ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তাজেল আহমদ মারা যায়। অপর আহত তরুণ বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
সিলেটের গোলাপগঞ্জে তাজেল আহমদ (১৯) নামের এক নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজন তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া বড় মসজিদের পাশে এই ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিক গোলাপগঞ্জ উপজেলার আমুড়া গ্রামের ময়েন আলীর ছেলে। সে পেশায় রাজমিস্ত্রির (নির্মাণ শ্রমিক) কাজ করত। আহত তরুণ তানভির আহমদ (১৯) একই গ্রামের সফিক উদ্দিনের ছেলে। আজ শুক্রবার বাদ আসর আমুড়া (নয়াটুল) জামে মসজিদ প্রাঙ্গণে নিহত তাজেলের জানাজা শেষে দাফন করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আজ সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, মেসেঞ্জারে কটু কথোপকথনের জেরে এই ঘটনা ঘটেছে। জড়িত দুজনের নাম-পরিচয় পেয়েছি। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আহত তানভীর ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখনো কেউ এজাহার দাখিল করেননি, করলে আমরা তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেব।’
আজ সকালে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আহত তানভির আহমদ জানান, নিহত তাজেল আহমদের সঙ্গে প্রতিপক্ষ অপু আহমদের এক সপ্তাহ আগে কোনো কারণে মেসেঞ্জারে কটু কথোপকথন হয়। এরপর তাজেলকে দেখা করার কথা বলেন অপু। ঘটনার সময় তানভির ও তাজেল বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। তখন অপু, সাঈদসহ আরও ৫-৬ জন তাঁদের পিছু নেন। পেছন থেকে কদমরসুল গ্রামের অপু ডাক দিলে তাজেল কাছে যায়। তখন তানভীর যেতে নিষেধ করেন। কিন্তু ডাকার কারণ জানতে অপুর কাছে যাওয়া মাত্র তাজেলকে গলায় ছুরিকাঘাত করেন অপু। এ সময় তানভীর এগিয়ে গেলে তাকে পৌর এলাকার দাড়িপাতন গ্রামের সাঈদ আহমদ ছুরিকাঘাত করেন। দুজনকেই গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যান হামলাকারীরা।
স্থানীয় লোকজন জানান, ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তানভীর ও তাজেলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের ওসমানী হাসপাতালে পাঠান। ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তাজেল আহমদ মারা যায়। অপর আহত তরুণ বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
দাবিকৃত টাকা না পেয়ে ইয়াবা মামলায় ফাঁসানোর অভিযোগে নগর গোয়েন্দা পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক নারী। গতকাল সোমবার চট্টগ্রামে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে এই মামলাটি হয়।
৩ মিনিট আগেরাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট খোলার সাত দিন পর বন্ধ করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রের ব্যবস্থাপক (প্রকৌশলী) মাহমুদ হাসান। তিনি জানান, গতকাল সোমবার রাত ৯টার দিকে কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৭ দশমিক ৩৪ ফুট ‘মিন সি
৩ মিনিট আগেগোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিলহান্ট পরিচালনা করে রাঙামাটি জেলা যুবলীগ নেতা মো মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তার মিজান রাঙামাটি জেলা যুবলীগের সহসাধারণ সম্পাদক ও রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি।
১৩ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে চিটাগাংরোড থেকে মৌচাক এলাকা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের আমিজউদদীন পেট্রল পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ
১ ঘণ্টা আগে