বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষরা। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বদনীভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ সোমবার সকালে আহতের বাবা পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত মিরাজ মোল্লা (৩০) ওই গ্রামের লতিফ মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন।
পুলিশ মামলার প্রধান আসামি কাওছার শেখসহ (২৫) একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার অপর আসামিরা হলেন—কাওছারের বাবা লিয়াকত শেখ (৬৫), মা জাহানারা বেগম (৫০) ও ভাই রহিম শেখ (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, গতকাল রাতে নিজ বাড়িতে মিরাজ মোল্লার সঙ্গে রহিম শেখের পূর্ব বিরোধ নিয়ে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে রহিম শেখ তাঁর পরিবারের লোকজনকে ডেকে এনে মিরাজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। পরে খবর পেয়ে ওই যুবককে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে পাঠায় পুলিশ। অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন জানান, প্রতিপক্ষরা গরু জবাই করা ছুড়ি দিয়ে মিরাজকে কুপিয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। হামলায় ব্যবহৃত পাইপ ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার পাঁচজন আসামির চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
হামলাকারী ও আহতের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।
বাগেরহাটের মোরেলগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষরা। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বদনীভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ সোমবার সকালে আহতের বাবা পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত মিরাজ মোল্লা (৩০) ওই গ্রামের লতিফ মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন।
পুলিশ মামলার প্রধান আসামি কাওছার শেখসহ (২৫) একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার অপর আসামিরা হলেন—কাওছারের বাবা লিয়াকত শেখ (৬৫), মা জাহানারা বেগম (৫০) ও ভাই রহিম শেখ (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, গতকাল রাতে নিজ বাড়িতে মিরাজ মোল্লার সঙ্গে রহিম শেখের পূর্ব বিরোধ নিয়ে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে রহিম শেখ তাঁর পরিবারের লোকজনকে ডেকে এনে মিরাজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। পরে খবর পেয়ে ওই যুবককে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে পাঠায় পুলিশ। অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন জানান, প্রতিপক্ষরা গরু জবাই করা ছুড়ি দিয়ে মিরাজকে কুপিয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। হামলায় ব্যবহৃত পাইপ ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার পাঁচজন আসামির চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
হামলাকারী ও আহতের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।
ফরিদপুরে কুমার নদে গোসলে নেমে ডুবে যাওয়ার ২০ ঘন্টা পর শিশু সোয়াদের (৭) লাশ ভেসে ওঠেছে। আজ শুক্রবার সকালে লাশটি ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।
৪২ মিনিট আগেনীলফামারীতে কালী মন্দিরের চারটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামের ডারার পার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এরফান আলী (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে জেলা স্টেডিয়ামের পাশে রাশেদা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে বটি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার ভোরে এই হত্যাকাণ্ড ঘটে। এ হত্যার ঘটনায় ইমন হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে।
২ ঘণ্টা আগেটাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দর্শনীয় স্থান যোগীর ঘোপায় মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ও প্রশাসন সেখানে যৌথ অভিযান চালায়।
২ ঘণ্টা আগে