যশোর প্রতিনিধি
যশোরে বন্ধুর সাবেক (তালাকপ্রাপ্ত) স্ত্রীকে বিয়ে করায় আশরাফুল ইসলাম বিপুল (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের ষষ্ঠীতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের দাবি, কৌশলে ফোন করে ডেকে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
নিহত আশরাফুল ইসলাম বিপুল যশোর শহরতলির শেখহাটি জামরুলতলা এলাকার আখতার হোসেনের ছেলে। তিনি এসিআই গ্রুপের ডিপোর শ্রমিক হিসেবে কাজ করতেন।
নিহতের বাবা আখতার হোসেন জানান, হামলাকারী শহরের ষষ্ঠীতলা এলাকার বাপ্পী ও বিপুল বন্ধু ছিলেন। বাপ্পী মাদক সেবন ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকায় তাঁর স্ত্রী সুমাইয়া তাঁকে তালাক দেন। এরপর সুমাইয়া বিপুলের সঙ্গে সম্পর্ক করে বিয়ে করেন। এতে বাপ্পী ক্ষিপ্ত হয় এবং বিপুল ও সুমাইয়াকে হত্যার হুমকি দেন।
আখতার হোসেন বলেন, এরপর বিভিন্ন সময় বাড়ির সামনে বোমাবাজির ঘটনাও ঘটায়। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি। আজ কৌশলে অন্য লোক দিয়ে ফোন করে ডেকে নিয়ে বিপুলকে কুপিয়ে জখম করেন বাপ্পী ও তাঁর সহযোগীরা। স্থানীয়রা বিপুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানোর কিছু সময় পর সে মারা যায়।
হাসপাতাল চত্বরে আহাজারি করতে দেখা যায় ছয় মাসের অন্তঃসত্ত্বা বিপুলের স্ত্রী সুমাইয়াকে। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বাপ্পী অনেক খারাপ ছেলে। তাঁর সঙ্গে বনিবনা না হওয়ায় আমাদের ডিভোর্স হয়। পরে বিপুলের সঙ্গে পরিচয় হলে আমরা বিয়ে করি। বিয়ের পর বাপ্পী ও তাঁর পরিবার বিভিন্ন সময়ে আমাকে উত্ত্যক্ত করত। ফোন করে আজেবাজে কথা বলত। কয়েক মাস আগে আমার স্বামীকে লক্ষ্য করে বোমাও মারে। সে সময় সে প্রাণে বেঁচে যায়।’
সুমাইয়া বলেন, কয়েকবার থানায় অভিযোগ দিলেও তারা ব্যবস্থা নেয়নি। আহাজারি করে সুমাইয়া বলেন, ‘কী হবে পুলিশ প্রশাসন দিয়ে। তারা যদি ব্যবস্থা নিত, তাহলে আমার স্বামীর প্রাণ দিতে হতো না। আমার পেটের সন্তানের কী হবে। আমাদের কী হবে। আমার স্বামী হত্যার বিচার চাই। আমার অনাগত সন্তানের পিতার হত্যার বিচার চাই।’
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ শাকিরুল ইসলাম জানান, বিপুলের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন ছিল। ভর্তি করে ওয়ার্ডে পাঠানোর পর তিনি মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন শাকিরুল ইসলাম।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গেছে। হামলাকারীর তথ্য নিয়ে অভিযান শুরু হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
যশোরে বন্ধুর সাবেক (তালাকপ্রাপ্ত) স্ত্রীকে বিয়ে করায় আশরাফুল ইসলাম বিপুল (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের ষষ্ঠীতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের দাবি, কৌশলে ফোন করে ডেকে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
নিহত আশরাফুল ইসলাম বিপুল যশোর শহরতলির শেখহাটি জামরুলতলা এলাকার আখতার হোসেনের ছেলে। তিনি এসিআই গ্রুপের ডিপোর শ্রমিক হিসেবে কাজ করতেন।
নিহতের বাবা আখতার হোসেন জানান, হামলাকারী শহরের ষষ্ঠীতলা এলাকার বাপ্পী ও বিপুল বন্ধু ছিলেন। বাপ্পী মাদক সেবন ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকায় তাঁর স্ত্রী সুমাইয়া তাঁকে তালাক দেন। এরপর সুমাইয়া বিপুলের সঙ্গে সম্পর্ক করে বিয়ে করেন। এতে বাপ্পী ক্ষিপ্ত হয় এবং বিপুল ও সুমাইয়াকে হত্যার হুমকি দেন।
আখতার হোসেন বলেন, এরপর বিভিন্ন সময় বাড়ির সামনে বোমাবাজির ঘটনাও ঘটায়। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি। আজ কৌশলে অন্য লোক দিয়ে ফোন করে ডেকে নিয়ে বিপুলকে কুপিয়ে জখম করেন বাপ্পী ও তাঁর সহযোগীরা। স্থানীয়রা বিপুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানোর কিছু সময় পর সে মারা যায়।
হাসপাতাল চত্বরে আহাজারি করতে দেখা যায় ছয় মাসের অন্তঃসত্ত্বা বিপুলের স্ত্রী সুমাইয়াকে। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বাপ্পী অনেক খারাপ ছেলে। তাঁর সঙ্গে বনিবনা না হওয়ায় আমাদের ডিভোর্স হয়। পরে বিপুলের সঙ্গে পরিচয় হলে আমরা বিয়ে করি। বিয়ের পর বাপ্পী ও তাঁর পরিবার বিভিন্ন সময়ে আমাকে উত্ত্যক্ত করত। ফোন করে আজেবাজে কথা বলত। কয়েক মাস আগে আমার স্বামীকে লক্ষ্য করে বোমাও মারে। সে সময় সে প্রাণে বেঁচে যায়।’
সুমাইয়া বলেন, কয়েকবার থানায় অভিযোগ দিলেও তারা ব্যবস্থা নেয়নি। আহাজারি করে সুমাইয়া বলেন, ‘কী হবে পুলিশ প্রশাসন দিয়ে। তারা যদি ব্যবস্থা নিত, তাহলে আমার স্বামীর প্রাণ দিতে হতো না। আমার পেটের সন্তানের কী হবে। আমাদের কী হবে। আমার স্বামী হত্যার বিচার চাই। আমার অনাগত সন্তানের পিতার হত্যার বিচার চাই।’
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ শাকিরুল ইসলাম জানান, বিপুলের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন ছিল। ভর্তি করে ওয়ার্ডে পাঠানোর পর তিনি মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন শাকিরুল ইসলাম।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গেছে। হামলাকারীর তথ্য নিয়ে অভিযান শুরু হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে নৃশংসভাবে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৪৩) হত্যার ঘটনার পর স্থবির হয়ে পড়েছে সেখানকার ব্যবসায়িক কার্যক্রম। আতঙ্কে দিন কাটাচ্ছেন ভাঙারিপট্টির ব্যবসায়ীরা।পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ...
৪ ঘণ্টা আগে২০২৫ সালের জানুয়ারি থেকে মে—এই পাঁচ মাসে রাজধানী ঢাকায় খুন, অপহরণ, ছিনতাই, ডাকাতি ও চুরির মতো অপরাধ আশঙ্কাজনক হারে বেড়েছে। গত বছরের (২০২৪) একই সময়ের তুলনায় মোট অপরাধ বেড়েছে প্রায় ৪০ শতাংশ। সবচেয়ে বেশি বেড়েছে হত্যাকাণ্ড, যা আগের বছরের তুলনায় প্রায় ১৮২.৫ শতাংশ বেশি। পুলিশ সদর দপ্তরের...
৪ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার জীবননগরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কারের টিআর-কাবিখা প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মির্জা হাকিমুর রহমান লিটনের বিরুদ্ধে প্রকল্পের বরাদ্দ থেকে ২০ শতাংশ অর্থ অফিস খরচের নাম করে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগেগ্রামীণ সড়কের মাঝে ঠায় দাঁড়িয়ে রয়েছে প্রায় ৪০ ফুট দৈর্ঘ্যের একটি কংক্রিটের সেতু। দুই প্রান্তে ঝোপজঙ্গল। সেতুতে যানবাহন ওঠানোর জন্য নেই কোনো সংযোগ সড়ক। মাটির সরু পথে কোনো রকম সেতুতে ওঠেন পথচারীরা। সেতু দিয়ে যানবাহন চলাচল করতে না পারায় গ্রামবাসীকে দীর্ঘ পথ হেঁটে যেতে হয়।
৪ ঘণ্টা আগে