যশোর প্রতিনিধি
যশোরে পঞ্চম শ্রেণিপড়ুয়া কিশোরের বিরুদ্ধে চার বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ নিয়ে তুলকালাম ঘটেছে। আজ বুধবার বিকেলে অভিযুক্তকে হেফাজতে নেয় কোতোয়ালি থানা-পুলিশ। এ সময় অভিযুক্তকে কয়েক দফায় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বিক্ষুব্ধ একদল শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে থানার এক কনস্টেবল হামলার শিকার হন। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেছেন শিশুটির বাবা।
ভুক্তভোগী শিশুর বাবা অভিযোগ করেছেন, তিনি, তাঁর স্ত্রী ও ছেলে কাজে বাইরে ছিলেন। দুপুরের খাবার খেতে তিনি বাড়ি এসে দেখেন পঞ্চম শ্রেণিপড়ুয়া ওই ছেলে তাঁর মেয়ের পোশাক খুলে পা বেঁধে তাকে ধর্ষণের চেষ্টা করছে। এ সময় তিনি মেয়েকে উদ্ধার ও ছেলেটিকে আটক করেন। কিন্তু পরে ছেলেটি পালিয়ে যায়।
এদিকে ভুক্তভোগী শিশুটির ভাইয়ের কাছ থেকে খবর পেয়ে যশোর সরকারি এম এম কলেজ ও জিলা স্কুলের শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটকের চেষ্টা করে। সেখানে অভিযুক্তের বাবা ও তাঁদের বাড়িওয়ালার সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এরপর বিক্ষোভকারীরা থানায় অবস্থান নেয়। বিকেল ৪টার দিকে পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় নেওয়ার সময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা হামলা চালায়। এ ছাড়া বিকেল ৫টার পর থানা ভবনের ভেতরে অভিযুক্ত শিশুর এক স্বজনকে মারধর করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ তাদের ভবনের বাইরে নিয়ে যেতে চাইলে এক পুলিশ সদস্যকে ধাওয়া করে বিক্ষুব্ধরা। ওসির কক্ষে হেফাজতে থাকা ওই শিশুকে কয়েক দফা ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও মারধর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় থানার ভেতরে তারা ধর্ষণবিরোধী নানা স্লোগান দিতে থাকে। এই অবস্থায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা কোতোয়ালি থানায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বয়স নির্ধারণে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে সন্ধ্যায় আসামিকে আদালতে পাঠালে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
যশোরে পঞ্চম শ্রেণিপড়ুয়া কিশোরের বিরুদ্ধে চার বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ নিয়ে তুলকালাম ঘটেছে। আজ বুধবার বিকেলে অভিযুক্তকে হেফাজতে নেয় কোতোয়ালি থানা-পুলিশ। এ সময় অভিযুক্তকে কয়েক দফায় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বিক্ষুব্ধ একদল শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে থানার এক কনস্টেবল হামলার শিকার হন। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেছেন শিশুটির বাবা।
ভুক্তভোগী শিশুর বাবা অভিযোগ করেছেন, তিনি, তাঁর স্ত্রী ও ছেলে কাজে বাইরে ছিলেন। দুপুরের খাবার খেতে তিনি বাড়ি এসে দেখেন পঞ্চম শ্রেণিপড়ুয়া ওই ছেলে তাঁর মেয়ের পোশাক খুলে পা বেঁধে তাকে ধর্ষণের চেষ্টা করছে। এ সময় তিনি মেয়েকে উদ্ধার ও ছেলেটিকে আটক করেন। কিন্তু পরে ছেলেটি পালিয়ে যায়।
এদিকে ভুক্তভোগী শিশুটির ভাইয়ের কাছ থেকে খবর পেয়ে যশোর সরকারি এম এম কলেজ ও জিলা স্কুলের শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটকের চেষ্টা করে। সেখানে অভিযুক্তের বাবা ও তাঁদের বাড়িওয়ালার সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এরপর বিক্ষোভকারীরা থানায় অবস্থান নেয়। বিকেল ৪টার দিকে পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় নেওয়ার সময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা হামলা চালায়। এ ছাড়া বিকেল ৫টার পর থানা ভবনের ভেতরে অভিযুক্ত শিশুর এক স্বজনকে মারধর করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ তাদের ভবনের বাইরে নিয়ে যেতে চাইলে এক পুলিশ সদস্যকে ধাওয়া করে বিক্ষুব্ধরা। ওসির কক্ষে হেফাজতে থাকা ওই শিশুকে কয়েক দফা ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও মারধর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় থানার ভেতরে তারা ধর্ষণবিরোধী নানা স্লোগান দিতে থাকে। এই অবস্থায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা কোতোয়ালি থানায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বয়স নির্ধারণে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে সন্ধ্যায় আসামিকে আদালতে পাঠালে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
জুলাই আন্দোলনে হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে বিচারপ্রক্রিয়া সম্পন্ন ও ৩০ এপ্রিলের মধ্যে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতা-কর্মীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদসংলগ্ন (নতুন কলা) মুরাদ চত্বর থেকে
১১ মিনিট আগেচট্টগ্রামে আদালত চত্বরে পুলিশের হেফাজত থেকে হত্যা ও মাদক মামলার দুই আসামি একসঙ্গে পালিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম আদালতে জেলা কোর্ট পুলিশের হেফাজত থেকে ওই দুই আসামি পালান। বিকেলে আসামিদের হাজতখানা থেকে কারাগারে নেওয়ার উদ্দেশ্যে প্রিজন ভ্যানে তোলার সময় ওই দুই আসামি নিখোঁজের বিষয়টি জানাজানি হয়
২৫ মিনিট আগেরংপুরে এক সাংবাদিককে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। সাংবাদিকের নাম মাহমুদুল হাসান। তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের রংপুর প্রতিনিধি হিসেবে কর্মরত। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাঁকে ওই কাপড় পাঠানো হয়।
৩০ মিনিট আগেপটুয়াখালীর বাউফলের বগা ফেরিঘাটে সেতু নির্মাণের দাবিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাউফল উন্নয়ন ফোরাম ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। মঙ্গলবার (২৯ এপ্রিল) রেল মন্ত্রণালয়ে উপদেষ্টার কার্যালয়ে বেল
৩৩ মিনিট আগে