খুলনা প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্র অর্ণব কুমার হত্যার ঘটনায় পুলিশ হেফাজতে নেওয়া তিনজনের মধ্যে একজন নিহতের বন্ধু গোলাম রাব্বানি। আজ রোববার (২৬ জানুয়ারি) তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আজ সকালে সোনাডাঙ্গা থানা-পুলিশ রাব্বানিকে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১-এর আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পাশাপাশি ৯ মার্চ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।
এদিকে আদালতে হাজিরের জন্য গোলাম রাব্বানিকে আনা হলে তিনি এই প্রতিবেদকের কাছে নিজেকে নির্দোষ বলে দাবি করেন।
এর আগে, শনিবার (২৫ জানুয়ারি) অর্ণব হত্যার ঘটনায় গোলাম রাব্বানিসহ তিনজনকে হেফাজতে নেয় পুলিশ। তাৎক্ষণিক তাঁদের পরিচয় জানায়নি তারা। বাকি দুজনকে শর্ত সাপেক্ষে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে সন্ত্রাসীরা গুলি চালিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অর্ণবকে হত্যা করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাতভর অভিযান চালিয়ে অর্ণবের তিন বন্ধুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু রাব্বানির কথাবার্তা অসংলগ্ন থাকায় তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
তিনি জানান, গ্রেপ্তার গোলাম রাব্বানি নিহত অর্ণবের বন্ধু ছিলেন। ওই দিন বিকেলে সেই অর্ণবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এ ছাড়া মোবাইল ফোনে সর্বশেষ কল লিস্টে গোলাম রাব্বানির নাম ছিল।
প্রতিবাদ ও বিক্ষোভ
অর্ণব হত্যার প্রতিবাদে খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নগরীর কেডিএ অ্যাভিনিউ সড়কে বিক্ষোভ সমাবেশ করেছেন। আজ রোববার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা তিন দিনের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবি জানান।
আরও পড়ুন:
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্র অর্ণব কুমার হত্যার ঘটনায় পুলিশ হেফাজতে নেওয়া তিনজনের মধ্যে একজন নিহতের বন্ধু গোলাম রাব্বানি। আজ রোববার (২৬ জানুয়ারি) তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আজ সকালে সোনাডাঙ্গা থানা-পুলিশ রাব্বানিকে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১-এর আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পাশাপাশি ৯ মার্চ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।
এদিকে আদালতে হাজিরের জন্য গোলাম রাব্বানিকে আনা হলে তিনি এই প্রতিবেদকের কাছে নিজেকে নির্দোষ বলে দাবি করেন।
এর আগে, শনিবার (২৫ জানুয়ারি) অর্ণব হত্যার ঘটনায় গোলাম রাব্বানিসহ তিনজনকে হেফাজতে নেয় পুলিশ। তাৎক্ষণিক তাঁদের পরিচয় জানায়নি তারা। বাকি দুজনকে শর্ত সাপেক্ষে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে সন্ত্রাসীরা গুলি চালিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অর্ণবকে হত্যা করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাতভর অভিযান চালিয়ে অর্ণবের তিন বন্ধুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু রাব্বানির কথাবার্তা অসংলগ্ন থাকায় তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
তিনি জানান, গ্রেপ্তার গোলাম রাব্বানি নিহত অর্ণবের বন্ধু ছিলেন। ওই দিন বিকেলে সেই অর্ণবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এ ছাড়া মোবাইল ফোনে সর্বশেষ কল লিস্টে গোলাম রাব্বানির নাম ছিল।
প্রতিবাদ ও বিক্ষোভ
অর্ণব হত্যার প্রতিবাদে খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নগরীর কেডিএ অ্যাভিনিউ সড়কে বিক্ষোভ সমাবেশ করেছেন। আজ রোববার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা তিন দিনের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবি জানান।
আরও পড়ুন:
বগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৩ মিনিট আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
৯ মিনিট আগেচকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
১৫ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১৮ মিনিট আগে