Ajker Patrika

চাল প্লাস্টিকের বস্তায় রেখে বিক্রি, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৮: ০৪
চাল প্লাস্টিকের বস্তায় রেখে বিক্রি, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় দোকানে প্লাস্টিকের বস্তায় চাল মজুত ও বিক্রি করার অপরাধে আব্দুল আহাদ নামের এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পৌর সদরের কয়লা রোডের পালপাড়া মোড় এলাকায় এই জরিমানার ঘটনা ঘটে। 

আব্দুল আহাদের চালের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস। 

রুলী বিশ্বাস বলেন, পলিথিন বা প্লাস্টিক মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। প্লাস্টিকের প্যাকেট বা বস্তার মধ্যে কোনো খাদ্যদ্রব্য রাখা যাবে না। ব্যবসায়ীদের চালসহ খাদ্যদ্রব্য ও পণ্য বাজারজাতকরণে প্লাস্টিকের বস্তার পরিবর্তে পাটের বস্তা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্লাস্টিকের বস্তার পরিবর্তে পাটের বস্তা ব্যবহারের জন্য মেসার্স আহাদ ট্রেডার্সকে এর আগে তিনবার সতর্ক ও জরিমানা করা হয়েছে। কিন্তু আবারও দোকানে প্লাস্টিকের বস্তায় চাল রেখে বিক্রি করার প্রমাণ পাওয়ায় দোকানের মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে বলে জানান রুলী বিশ্বাস। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পাট বীজ কর্মকর্তা মোহাম্মদ আমির হোসেন, বেঞ্চ সহকারী বেনজির হোসেন, সাংবাদিক জাহিদুল ইসলাম, এসএম ফারুক হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত