Ajker Patrika

‘দলটার আর বারোটা বাজাবেন না’

কয়রা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০১: ১২
‘দলটার আর বারোটা বাজাবেন না’

খুলনার কয়রায় জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সভায় স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতির বাগ্‌বিতণ্ডা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুর উদ্দেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসিন রেজা বলেন, ‘উসকানিমূলক বক্তব্য দেবেন না। দলটার আর বারোটা বাজাবেন না। অনেক করেছেন।’

গত বুধবার উপজেলার কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগে সভায় এ বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। তাঁদের এমন বাগ্‌বিতণ্ডার ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

সভায় অংশ নেওয়া আওয়ামী লীগের কয়েক নেতা গতকাল বৃহস্পতিবার জানান, সভার মঞ্চ থেকে বক্তব্যের জন্য স্থানীয় সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুর নাম ঘোষণা করা হলে তাঁর অনুসারীরা স্লোগান দিতে শুরু করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্লোগান বন্ধের আহ্বান জানান। কিন্তু তাঁর (মোহসিন রেজা) আহ্বানে সাড়া না দিয়ে স্লোগান অব্যাহত রাখেন সংসদ সদস্যের অনুসারীরা। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রতিবাদ জানালে তিনি (আক্তারুজ্জামান বাবু) তাৎক্ষণিক বক্তব্য সমাপ্ত করেন।

জি এম মোহসিন রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘উনি (আক্তারুজ্জামান বাবু) সবগুলো সভাতেই ১০-১২টা ছেলে নিয়ে যান। যখন তিনি বক্তব্য দেন, ওই ছেলেগুলো শুধু স্লোগান দেয়। কিন্তু জেলার জ্যেষ্ঠ নেতাদের বক্তব্যের সময় তাঁরা আর স্লোগান দেয় না। এতে নেতা-কর্মীরা অপমান বোধ করেন। কিন্তু এমপি সাহেব বিষয়টি বুঝতে চান না।’

সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুর মোবাইল ফোনে কল ও খুদেবার্তা দিয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত