আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে এক মাদ্রাসাছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত সোমবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের একটি গ্রামে। এ ঘটনায় আজ বিকেলে ওই মাদ্রাসাছাত্রীর বাবা বাদী হয়ে গ্রেপ্তার আসামির নাম উল্লেখ করে ধর্ষণের মামলা করেছেন।
গ্রেপ্তার ওই তরুণের নাম মোবাশ্বের আহম্মেদ ওরফে মোবিন (১৯)। তিনি উপজেলার পূর্ণ গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। আর ধর্ষণের স্বীকার ওই মাদ্রাসাছাত্রীর বাড়ি জেলার ক্ষেতলাল উপজেলার একটি গ্রামে।
এজাহার সূত্রে জানা গেছে, আক্কেলপুর উপজেলার পূর্ণ গোপীনাথপুর মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী (১৬) গত সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসায় আসছিল। পথে ওই তরুণ মেয়েটিকে বিয়ের প্রলোভনে গোপীনাথপুর বাজারের এক আত্মীয়র বাড়িতে নিয়ে যান। সেখানে মেয়েটিকে ধর্ষণ করেন। এতে মেয়েটির রক্তক্ষরণ শুরু হয়। তখন ওই তরুণ প্রথমে মেয়েটিকে বগুড়ার দুপচাঁচিয়ার নাহার ক্লিনিকে নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি দেখে ওই তরুণ মেয়েটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসা চলাকালে কর্তব্যরত চিকিৎসক ও পুলিশ ফাঁড়ির পুলিশের সন্দেহ হলে ওই তরুণকে তাদের হেফাজতে নেয়। পরে মেয়েটির পরিবার ও আক্কেলপুর থানা-পুলিশকে খবর দেয়। পরে সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে আক্কেলপুর থানায় নিয়ে আসে পুলিশ।
মেয়েটির বাবা বলেন, ‘আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে রক্তাক্ত করেছে। মেয়ের প্রতি এমন ঘটনার বিচার চেয়ে আমি নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছি।’
আক্কেলপুর থানার পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, ধর্ষণের মামলায় এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। আর মেয়েটি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুরে এক মাদ্রাসাছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত সোমবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের একটি গ্রামে। এ ঘটনায় আজ বিকেলে ওই মাদ্রাসাছাত্রীর বাবা বাদী হয়ে গ্রেপ্তার আসামির নাম উল্লেখ করে ধর্ষণের মামলা করেছেন।
গ্রেপ্তার ওই তরুণের নাম মোবাশ্বের আহম্মেদ ওরফে মোবিন (১৯)। তিনি উপজেলার পূর্ণ গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। আর ধর্ষণের স্বীকার ওই মাদ্রাসাছাত্রীর বাড়ি জেলার ক্ষেতলাল উপজেলার একটি গ্রামে।
এজাহার সূত্রে জানা গেছে, আক্কেলপুর উপজেলার পূর্ণ গোপীনাথপুর মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী (১৬) গত সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসায় আসছিল। পথে ওই তরুণ মেয়েটিকে বিয়ের প্রলোভনে গোপীনাথপুর বাজারের এক আত্মীয়র বাড়িতে নিয়ে যান। সেখানে মেয়েটিকে ধর্ষণ করেন। এতে মেয়েটির রক্তক্ষরণ শুরু হয়। তখন ওই তরুণ প্রথমে মেয়েটিকে বগুড়ার দুপচাঁচিয়ার নাহার ক্লিনিকে নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি দেখে ওই তরুণ মেয়েটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসা চলাকালে কর্তব্যরত চিকিৎসক ও পুলিশ ফাঁড়ির পুলিশের সন্দেহ হলে ওই তরুণকে তাদের হেফাজতে নেয়। পরে মেয়েটির পরিবার ও আক্কেলপুর থানা-পুলিশকে খবর দেয়। পরে সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে আক্কেলপুর থানায় নিয়ে আসে পুলিশ।
মেয়েটির বাবা বলেন, ‘আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে রক্তাক্ত করেছে। মেয়ের প্রতি এমন ঘটনার বিচার চেয়ে আমি নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছি।’
আক্কেলপুর থানার পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, ধর্ষণের মামলায় এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। আর মেয়েটি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত ব্যক্তিদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাঁর পরিচয় জানা যায়নি। তবে বয়স ২৩-২৪-এর আশপাশে। এখনো জ্ঞান ফেরেনি তাঁর। এ বিষয়ে আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের (জুলুস আয়োজক) মিডিয়া টিমের সমন্বয়ক আবু তালেব বলেন, ‘মানুষের ভিড়ের মধ্যে গরমে অসুস্থ হয়ে বেশ কয়েকজন নিচে পড়ে যান।
৫ ঘণ্টা আগে‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে, এটা আমরা মেনে নেব না।’ সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম-৫ আ
৫ ঘণ্টা আগেবান্দরবান শহরের পুলিশ লাইনসের চারতলা ভবন থেকে লাফ দিয়ে রাশেদুল ইসলাম (২৮) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।
৬ ঘণ্টা আগেক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানসহ গ্রেপ্তার ৯ জনকে সিসা বার পরিচালনার অভিযোগের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৬ ঘণ্টা আগে