প্রতিনিধি, কালাই (জয়পুরহাট)
জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদের গেটের পাশে ফুটপাতে খোলা জায়গায় কাঠের বাক্স নিয়ে বসে সকাল–সন্ধ্যা পুরোনো জুতা-স্যান্ডেল, ব্যাগ সেলাই ও ভাঙা ছাতা মেরামতের কাজ করতেন মানিক রবিদাস। বয়স ৬৫ ছুঁই ছুঁই। জুতা সেলাই আর ছাতা মেরামতের কাজ করে দিন শেষে তাঁর ৩০০-৪০০ টাকা উপার্জন হতো। সেই আয়ে চলত শ্রমজীবী এ মানুষের ৫ সদস্যের সংসার। করোনা সংক্রমণ শুরুর পর থেকে আয় কমে অর্ধেকে নেমেছিল। এখন কঠোর বিধিনিষেধের পর ঠিকমতো ফুটপাতে কাঠের বাক্স পেতে বসতেই পারছেন না। মানুষের আনাগোনা নেই, আয় রোজগারও বন্ধ। হাত গুটিয়ে বসে আছেন। অচল প্রায় সংসার। পরিবার নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন।
সহায় সম্বলহীন মানিক রবিদাসের বাড়ি উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বেগুনগামে। আজ শুক্রবার বৃষ্টিভেজা সকালে দোকান খোলার আশায় উপজেলা পরিষদের সামনের ফুটপাতে বিষণ্ন মনে ঘুরঘুর করছিলেন। কিন্তু প্রশাসনের ভয়ে ফুটপাতে দোকান খুলে বসার সাহস পাচ্ছিলেন না। কথা হয় মানিক রবিদাসের সঙ্গে। তিন যুগ ধরে তিনি জুতা সেলাইয়ের পেশায় জড়িত। জুতা ও ব্যাগ সেলাইয়ের পাশাপাশি বর্ষা মৌসুমে পুরোনো ছাতা মেরামতের কাজ করেন।
মানিক রবিদাসের আয় করোনা সংক্রমণ শুরুর পর থেকেই কমে গেছে। এখন ভরা বর্ষাকাল। এ সময় অনেকেই পুরোনো ছাতা মেরামতের জন্য আসতেন তাঁর কাছে। কিন্তু এখন এই লকডাউনের মধ্যে তাও বন্ধ। বিধিনিষেধের ভয়ে ঠিকমতো ফুটপাতে দোকান খুলে বসতে পারেন না। লোকজনের আনাগোনা নেই, কাজও তেমন নেই। এখন দিন শেষে ৫০-১০০ টাকা রোজগার হয়। এই আয়ে সংসার চলে না। পাঁচ সদস্যের পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটছে।
কতটা কষ্ট, তা মানিক রবিদাসের কথাতেই স্পষ্ট। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ইঙ্কা (এমন) কষ্ট আর সহ্য করা যাওচেনা (যাচ্ছে না)। কামাই রোজগার বাদ দিয়ে ইঙ্কা করে বসে থাকলে করোনাত মরার আগে বউ–ছল (সন্তান) লিয়ে মোক না খায়াই মরা লাগবে।’
শুধু মানিক রবিদাস নন, লকডাউনে এমন সংকটে পড়েছেন উপজেলার শ্রমজীবী হাজারো মানুষ। করোনা মহামারিতে স্থবির হয়ে পড়েছে খেটে খাওয়া নিম্নবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্তের জীবন। এই ক্রান্তিকালে লোকলজ্জায় তাঁরা না পারছেন কাউকে কিছু বলতে, না পারছেন বাঁচতে। ফলে তাঁরা মানবেতর জীবনযাপন করছেন।
সরেজমিনে ঘুরে এমন বহু মানুষের দেখা পাওয়া গেল, যারা খুব কষ্টে দিন পার করছেন। করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাব তাঁদের জীবনটাই যেন ওলটপালট করে দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মানবেতর জীবনযাপন করছেন শ্রমজীবী মানুষেরা।
নিম্নবিত্ত মানুষেরা সাধারণত দিন আনে দিন খায়। তাঁদের দৈনিক রোজগারে পরিবারের মুখে হাসি ফোটে। সেই হাসি আজ দূর অতীত। এখন এই সংকটকালে তাঁদের বেঁচে থাকাই যেন দায় হয়ে পড়েছে। কষ্টই এখন তাঁদের নিত্যসঙ্গী।
মধ্যবিত্ত শ্রেণির অনেকেই ব্যবসার সঙ্গে জড়িত। করোনাভাইরাস মহামারিতে সব ব্যবসাতেই মন্দা দেখা দিয়েছে। কিন্তু লোকলজ্জার কারণে কাউকে কিছু বলার বা কারও কাছে কিছু চাওয়ার উপায় তাঁদের নেই। ফলে তাঁদেরও দিন যাচ্ছে কষ্টে।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টুকটুক তালুকদার বলেন, প্রধানমন্ত্রীর করোনাকালীন মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের মানবিক সহায়তা প্রদান অব্যাহত আছে।
কিন্তু এই মানবিক সহায়তার দেখা পান না মানিক রবিদাসের মতো লোকেরা। আর মধ্যবিত্ত শ্রেণি সমাজের কাছে ছোট হয়ে যাওয়ার ভয়ে পারে না এই সহায়তা নিতে যেতে।
জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদের গেটের পাশে ফুটপাতে খোলা জায়গায় কাঠের বাক্স নিয়ে বসে সকাল–সন্ধ্যা পুরোনো জুতা-স্যান্ডেল, ব্যাগ সেলাই ও ভাঙা ছাতা মেরামতের কাজ করতেন মানিক রবিদাস। বয়স ৬৫ ছুঁই ছুঁই। জুতা সেলাই আর ছাতা মেরামতের কাজ করে দিন শেষে তাঁর ৩০০-৪০০ টাকা উপার্জন হতো। সেই আয়ে চলত শ্রমজীবী এ মানুষের ৫ সদস্যের সংসার। করোনা সংক্রমণ শুরুর পর থেকে আয় কমে অর্ধেকে নেমেছিল। এখন কঠোর বিধিনিষেধের পর ঠিকমতো ফুটপাতে কাঠের বাক্স পেতে বসতেই পারছেন না। মানুষের আনাগোনা নেই, আয় রোজগারও বন্ধ। হাত গুটিয়ে বসে আছেন। অচল প্রায় সংসার। পরিবার নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন।
সহায় সম্বলহীন মানিক রবিদাসের বাড়ি উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বেগুনগামে। আজ শুক্রবার বৃষ্টিভেজা সকালে দোকান খোলার আশায় উপজেলা পরিষদের সামনের ফুটপাতে বিষণ্ন মনে ঘুরঘুর করছিলেন। কিন্তু প্রশাসনের ভয়ে ফুটপাতে দোকান খুলে বসার সাহস পাচ্ছিলেন না। কথা হয় মানিক রবিদাসের সঙ্গে। তিন যুগ ধরে তিনি জুতা সেলাইয়ের পেশায় জড়িত। জুতা ও ব্যাগ সেলাইয়ের পাশাপাশি বর্ষা মৌসুমে পুরোনো ছাতা মেরামতের কাজ করেন।
মানিক রবিদাসের আয় করোনা সংক্রমণ শুরুর পর থেকেই কমে গেছে। এখন ভরা বর্ষাকাল। এ সময় অনেকেই পুরোনো ছাতা মেরামতের জন্য আসতেন তাঁর কাছে। কিন্তু এখন এই লকডাউনের মধ্যে তাও বন্ধ। বিধিনিষেধের ভয়ে ঠিকমতো ফুটপাতে দোকান খুলে বসতে পারেন না। লোকজনের আনাগোনা নেই, কাজও তেমন নেই। এখন দিন শেষে ৫০-১০০ টাকা রোজগার হয়। এই আয়ে সংসার চলে না। পাঁচ সদস্যের পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটছে।
কতটা কষ্ট, তা মানিক রবিদাসের কথাতেই স্পষ্ট। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ইঙ্কা (এমন) কষ্ট আর সহ্য করা যাওচেনা (যাচ্ছে না)। কামাই রোজগার বাদ দিয়ে ইঙ্কা করে বসে থাকলে করোনাত মরার আগে বউ–ছল (সন্তান) লিয়ে মোক না খায়াই মরা লাগবে।’
শুধু মানিক রবিদাস নন, লকডাউনে এমন সংকটে পড়েছেন উপজেলার শ্রমজীবী হাজারো মানুষ। করোনা মহামারিতে স্থবির হয়ে পড়েছে খেটে খাওয়া নিম্নবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্তের জীবন। এই ক্রান্তিকালে লোকলজ্জায় তাঁরা না পারছেন কাউকে কিছু বলতে, না পারছেন বাঁচতে। ফলে তাঁরা মানবেতর জীবনযাপন করছেন।
সরেজমিনে ঘুরে এমন বহু মানুষের দেখা পাওয়া গেল, যারা খুব কষ্টে দিন পার করছেন। করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাব তাঁদের জীবনটাই যেন ওলটপালট করে দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মানবেতর জীবনযাপন করছেন শ্রমজীবী মানুষেরা।
নিম্নবিত্ত মানুষেরা সাধারণত দিন আনে দিন খায়। তাঁদের দৈনিক রোজগারে পরিবারের মুখে হাসি ফোটে। সেই হাসি আজ দূর অতীত। এখন এই সংকটকালে তাঁদের বেঁচে থাকাই যেন দায় হয়ে পড়েছে। কষ্টই এখন তাঁদের নিত্যসঙ্গী।
মধ্যবিত্ত শ্রেণির অনেকেই ব্যবসার সঙ্গে জড়িত। করোনাভাইরাস মহামারিতে সব ব্যবসাতেই মন্দা দেখা দিয়েছে। কিন্তু লোকলজ্জার কারণে কাউকে কিছু বলার বা কারও কাছে কিছু চাওয়ার উপায় তাঁদের নেই। ফলে তাঁদেরও দিন যাচ্ছে কষ্টে।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টুকটুক তালুকদার বলেন, প্রধানমন্ত্রীর করোনাকালীন মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের মানবিক সহায়তা প্রদান অব্যাহত আছে।
কিন্তু এই মানবিক সহায়তার দেখা পান না মানিক রবিদাসের মতো লোকেরা। আর মধ্যবিত্ত শ্রেণি সমাজের কাছে ছোট হয়ে যাওয়ার ভয়ে পারে না এই সহায়তা নিতে যেতে।
কোম্পানীগঞ্জে নেশা করে নিজের মাকে নির্যাতনের অভিযোগে ছেলে তোফাজ্জল ইসলামকে (২২) তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার তাঁকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পূর্ব ইসলামপুরের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেদেখতে সাধুর মতো, অনেকে পাগলও বলে থাকেন। এমন এক ব্যক্তিকে তিনজন লোক ধরে জোর করে চুল-দাড়ি কেটে দিচ্ছেন। সাধু মানুষটি প্রাণপণ চেষ্টা করেও নিজেকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হন। না পেরে শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পণ করে বলে ওঠেন—‘আল্লাহ, তুই দেহিস।’
৩১ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেশ্রীনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আজহার (৫২) নামের এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার উপজেলার শ্রীনগর ইউনিয়নের ধাইসার সাদ্দামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে