ঝিনাইদহ প্রতিনিধি
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-মা ও নিকটাত্মীয়দের হারিয়ে একা হয়ে যাওয়া গুরুতর আহত শিশু আরাধ্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। এর মধ্যে আজ বৃহস্পতিবার তার বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আরাধ্য জানে না তার সঙ্গে আর কোনো দিন দেখা হবে না বাবা-মায়ের। আরাধ্যর এখন একমাত্র ভরসা ও শেষ আশ্রয়স্থল বৃদ্ধ দাদা দুলাল বিশ্বাস।
গতকাল বুধবার চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় মারা যান আরাধ্যর বাবা দিলীপ বিশ্বাস ও মা সাধনা বিশ্বাস।
বন্ধু ও নিকট আত্মীয়দের সঙ্গে মাইক্রোবাসে গতকাল ভোররাতে ঢাকা থেকে কক্সবাজার সমুদ্রসৈকতে যাওয়ার পথে চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় মারা যান দিলীপ, তাঁর স্ত্রী সাধনাসহ ১০ জন। গুরুতর আহত অবস্থায় বেঁচে আছে দিলীপের একমাত্র মেয়ে আরাধ্যা। আরাধ্যা এখন চমেক হাসপাতালে চিকিৎসাধীন। আজ তাকে নেওয়া হয়েছে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)।
দিলীপের চাচাতো ভাই পলাশ কুমার বলেন, ‘ভাই ও বৌদির মরদেহ গ্রামে এসে পৌঁছালে তাঁদের শেষবারের মতো একনজর দেখার জন্য এলাকাবাসী ভিড় জমায়। পরে ধর্মীয় রীতি অনুযায়ী তাঁদের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।’ তিনি বলেন, বাবা–মায়ের শেষকৃত্য হলো, কিন্তু আরাধ্যা কিছুই জানে না। হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছে মেয়েটি।
দিলীপের বাল্যবন্ধু কাজল বলেন, তাঁরা গতকাল সকালে জানতে পারেন সড়ক দুর্ঘটনায় দিলীপ ও তাঁর স্ত্রী মারা গেছেন। বেঁচে আছে মেয়ে আরাধ্যা। এ পরিবারে আরাধ্যার দায়িত্ব নেওয়ার মতো আর কেউ বেঁচে নেই। দিলীপের বাবা বয়স্ক ব্যক্তি। নিজেকে সামলাতে হিমশিম খেতে হয় তাঁকে।
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-মা ও নিকটাত্মীয়দের হারিয়ে একা হয়ে যাওয়া গুরুতর আহত শিশু আরাধ্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। এর মধ্যে আজ বৃহস্পতিবার তার বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আরাধ্য জানে না তার সঙ্গে আর কোনো দিন দেখা হবে না বাবা-মায়ের। আরাধ্যর এখন একমাত্র ভরসা ও শেষ আশ্রয়স্থল বৃদ্ধ দাদা দুলাল বিশ্বাস।
গতকাল বুধবার চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় মারা যান আরাধ্যর বাবা দিলীপ বিশ্বাস ও মা সাধনা বিশ্বাস।
বন্ধু ও নিকট আত্মীয়দের সঙ্গে মাইক্রোবাসে গতকাল ভোররাতে ঢাকা থেকে কক্সবাজার সমুদ্রসৈকতে যাওয়ার পথে চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় মারা যান দিলীপ, তাঁর স্ত্রী সাধনাসহ ১০ জন। গুরুতর আহত অবস্থায় বেঁচে আছে দিলীপের একমাত্র মেয়ে আরাধ্যা। আরাধ্যা এখন চমেক হাসপাতালে চিকিৎসাধীন। আজ তাকে নেওয়া হয়েছে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)।
দিলীপের চাচাতো ভাই পলাশ কুমার বলেন, ‘ভাই ও বৌদির মরদেহ গ্রামে এসে পৌঁছালে তাঁদের শেষবারের মতো একনজর দেখার জন্য এলাকাবাসী ভিড় জমায়। পরে ধর্মীয় রীতি অনুযায়ী তাঁদের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।’ তিনি বলেন, বাবা–মায়ের শেষকৃত্য হলো, কিন্তু আরাধ্যা কিছুই জানে না। হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছে মেয়েটি।
দিলীপের বাল্যবন্ধু কাজল বলেন, তাঁরা গতকাল সকালে জানতে পারেন সড়ক দুর্ঘটনায় দিলীপ ও তাঁর স্ত্রী মারা গেছেন। বেঁচে আছে মেয়ে আরাধ্যা। এ পরিবারে আরাধ্যার দায়িত্ব নেওয়ার মতো আর কেউ বেঁচে নেই। দিলীপের বাবা বয়স্ক ব্যক্তি। নিজেকে সামলাতে হিমশিম খেতে হয় তাঁকে।
চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দিতে মাইকিং করেছে পুলিশ। কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের সদস্য হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে মাইকিংয়ে বলা হয়েছে।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলের সময় নারী পর্যটকদের ভিডিও ধারণ ও অশ্লীল কথাবার্তার দায়ে মো. রুবেল (৩০) নামের এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট...
২ ঘণ্টা আগেকক্সবাজার থেকে যাত্রীবেশে পাকস্থলীতে করে ইয়াবা বড়ি নিয়ে এসে ধরা পড়েছেন রাজু মোল্লা নামের এক মাদক কারবারি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
৩ ঘণ্টা আগেরাঙামাটির সাজেকে চান্দের গাড়ি দুর্ঘটনায় ছাত্রী নিহতের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুল সাদাত এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে