যশোর প্রতিনিধি
যশোর শহরতলির কিসমত নওয়াপাড়া এলাকায় ১৭ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই। এতে ওই এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ঝড় শুরু হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আজ বুধবার সকাল ১০টার মধ্যেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়নি।
স্থানীয় বাসিন্দারা বলেন, গতকাল ঝড় শুরু হলে যশোর-মাগুরা মহাসড়কের কিসমত নওয়াপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর ১৭ ঘণ্টার বেশি সময় অতিবাহিত হয়েছে। কিন্তু বিদ্যুৎ সরবরাহব্যবস্থা স্বাভাবিক করা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে কিসমত নওয়াপাড়া এলাকার বাসিন্দা আবুল কাসেম বলেন, ‘১৭ ঘণ্টা ধরে একটা এলাকা বিদ্যুৎহীন থাকল। কিন্তু বিদ্যুৎ বিভাগের যেন কোনো মাথাব্যথা নেই। গ্রাহক হিসেবে আমরা জানতেও পারছি না যে, কী কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কখন বিদ্যুৎ আসবে তা-ও বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে কোনো ঘোষণা নেই। বিদ্যুৎ বিভাগের জরুরি সেবা বলে কিছু আছে বলে মনে হয় না।’
বিদ্যুৎ না থাকায় বাড়ির ট্যাংকে পানি তোলা যাচ্ছে না। ল্যাপটপ ও মোবাইল ফোনের চার্জ শেষ। কারও সঙ্গে গুরুত্বপূর্ণ যোগাযোগ করতে পারছে না ওই এলাকার মানুষ। বিপর্যস্ত অবস্থায় রয়েছে গোটা এলাকা।
এ বিষয়ে জানতে চাইলে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী দীন মোহাম্মদ আজ সকালে বলেন, ‘ঝড়ের কারণে বিদ্যুতের একটি ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটেছে। সেটা পাল্টানোর জন্য আজ সকালে একটি ট্রান্সফরমার নিয়ে গেছে বিদ্যুতের কর্মীরা।’
বিদ্যুৎ বিভাগ তো জরুরি সেবা খাতের আওতায় পড়ে, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা না নিয়ে ১৭ ঘণ্টা পরে কেন কর্মীরা ট্রান্সফরমার পাল্টাতে যাবেন—এমন প্রশ্নের সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি নির্বাহী প্রকৌশলী।
যশোর শহরতলির কিসমত নওয়াপাড়া এলাকায় ১৭ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই। এতে ওই এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ঝড় শুরু হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আজ বুধবার সকাল ১০টার মধ্যেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়নি।
স্থানীয় বাসিন্দারা বলেন, গতকাল ঝড় শুরু হলে যশোর-মাগুরা মহাসড়কের কিসমত নওয়াপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর ১৭ ঘণ্টার বেশি সময় অতিবাহিত হয়েছে। কিন্তু বিদ্যুৎ সরবরাহব্যবস্থা স্বাভাবিক করা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে কিসমত নওয়াপাড়া এলাকার বাসিন্দা আবুল কাসেম বলেন, ‘১৭ ঘণ্টা ধরে একটা এলাকা বিদ্যুৎহীন থাকল। কিন্তু বিদ্যুৎ বিভাগের যেন কোনো মাথাব্যথা নেই। গ্রাহক হিসেবে আমরা জানতেও পারছি না যে, কী কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কখন বিদ্যুৎ আসবে তা-ও বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে কোনো ঘোষণা নেই। বিদ্যুৎ বিভাগের জরুরি সেবা বলে কিছু আছে বলে মনে হয় না।’
বিদ্যুৎ না থাকায় বাড়ির ট্যাংকে পানি তোলা যাচ্ছে না। ল্যাপটপ ও মোবাইল ফোনের চার্জ শেষ। কারও সঙ্গে গুরুত্বপূর্ণ যোগাযোগ করতে পারছে না ওই এলাকার মানুষ। বিপর্যস্ত অবস্থায় রয়েছে গোটা এলাকা।
এ বিষয়ে জানতে চাইলে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী দীন মোহাম্মদ আজ সকালে বলেন, ‘ঝড়ের কারণে বিদ্যুতের একটি ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটেছে। সেটা পাল্টানোর জন্য আজ সকালে একটি ট্রান্সফরমার নিয়ে গেছে বিদ্যুতের কর্মীরা।’
বিদ্যুৎ বিভাগ তো জরুরি সেবা খাতের আওতায় পড়ে, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা না নিয়ে ১৭ ঘণ্টা পরে কেন কর্মীরা ট্রান্সফরমার পাল্টাতে যাবেন—এমন প্রশ্নের সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি নির্বাহী প্রকৌশলী।
ঢাকার জীববৈচিত্র্য পুনরুদ্ধার ও নগর পরিবেশ উন্নয়নে ১ হাজার ৬০০টি গাছ রোপণ করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫ লাখ বৃক্ষরোপণ উদ্যোগের অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর দিয়াবাড়িতে এ বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়।
৩ মিনিট আগেযুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার ওপর হামলা এবং ডিম নিক্ষেপের ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা।
৮ মিনিট আগেপিরোজপুরের মঠবাড়িয়ায় আরিফুল ইসলাম নামের এক তরুণকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দেন। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগেটঙ্গীতে আগুনে ক্ষতিগ্রস্ত রাসায়নিক গুদাম থেকে নির্গত গ্যাস মানবদেহের জন্য খুবই ক্ষতিকর বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘটনাস্থলে ১০০ মিটারের মধ্যে জনসাধারণের চলাচলে সাবধানতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে