যশোর প্রতিনিধি
২৫০ বছরের পুরাকীর্তি হাজি মহসিনের স্মৃতিস্মারক যশোরের মুড়লি ইমামবাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা শিয়া সম্প্রদায়ের মহররমে ব্যবহৃত শত বছরের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় আজ সোমবার কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
এর আগে গতকাল রোববার রাতে ইমামবাড়ির প্রধান ফটকের তালা ভেঙে চুরির এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা গেছে, দানবীর হাজি মুহম্মদ মহসিনের সৎবোন মন্নুজান খানম তাঁর জমিদারির আমলে (১৭৬৪-১৮০৩ খ্রিষ্টাব্দে) ইমামবাড়ি নির্মাণ করেন। আড়াই শ বছরের প্রাচীন ঐতিহাসিক স্থাপনাটি বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত পুরাকীর্তি। শহরের মুড়লিতে অবস্থিত এটি এখন শিয়া সম্প্রদায়ের প্রার্থনার স্থান হিসেবে ব্যবহৃত হয়।
গতকাল রাতে মহররম অনুষ্ঠান শেষে করে বাড়ির গেট বন্ধ করে চলে যান লোকজন। পরে সকালে এসে দেখেন প্রধান ফটকের তালা ভাঙা। ভেতরে থাকা দেড় শ বছরের পুরোনো দুটি ছয় ভরির পাঞ্জাসহ বিভিন্ন পুরাকীর্তি জিনিস, চেয়ার, ফ্যান, অ্যামপ্লিফায়ার ও স্পিকার চুরি হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, এর আগেও ইমামবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তারপরও প্রত্নতত্ত্ব বিভাগ থেকে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নাইটগার্ডের ব্যবস্থা করেনি। ইমামবাড়িতে সন্ধ্যা নামলে বহিরাগতদের উৎপাত বেড়ে যায়। বিভিন্ন সময়ে প্রশাসনকে জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।’
২৫০ বছরের পুরাকীর্তি হাজি মহসিনের স্মৃতিস্মারক যশোরের মুড়লি ইমামবাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা শিয়া সম্প্রদায়ের মহররমে ব্যবহৃত শত বছরের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় আজ সোমবার কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
এর আগে গতকাল রোববার রাতে ইমামবাড়ির প্রধান ফটকের তালা ভেঙে চুরির এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা গেছে, দানবীর হাজি মুহম্মদ মহসিনের সৎবোন মন্নুজান খানম তাঁর জমিদারির আমলে (১৭৬৪-১৮০৩ খ্রিষ্টাব্দে) ইমামবাড়ি নির্মাণ করেন। আড়াই শ বছরের প্রাচীন ঐতিহাসিক স্থাপনাটি বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত পুরাকীর্তি। শহরের মুড়লিতে অবস্থিত এটি এখন শিয়া সম্প্রদায়ের প্রার্থনার স্থান হিসেবে ব্যবহৃত হয়।
গতকাল রাতে মহররম অনুষ্ঠান শেষে করে বাড়ির গেট বন্ধ করে চলে যান লোকজন। পরে সকালে এসে দেখেন প্রধান ফটকের তালা ভাঙা। ভেতরে থাকা দেড় শ বছরের পুরোনো দুটি ছয় ভরির পাঞ্জাসহ বিভিন্ন পুরাকীর্তি জিনিস, চেয়ার, ফ্যান, অ্যামপ্লিফায়ার ও স্পিকার চুরি হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, এর আগেও ইমামবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তারপরও প্রত্নতত্ত্ব বিভাগ থেকে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নাইটগার্ডের ব্যবস্থা করেনি। ইমামবাড়িতে সন্ধ্যা নামলে বহিরাগতদের উৎপাত বেড়ে যায়। বিভিন্ন সময়ে প্রশাসনকে জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।’
মুন্সিগঞ্জের শ্রীনগরে নৌকা চুরির অভিযোগে মাটি কাটার শ্রমিককে গাছে বেঁধে মারধর ও অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর শাশুড়ি আসমা বেগম আজ বুধবার দুপুরে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেছেন।
৫ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালের এক মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কলাবাগান থানার সাবেক সহসভাপতি সাদাফ আহমেদ অনিককে গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেছেন জামায়াতপন্থী এক আইনজীবী। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক শুনানি করে
২৬ মিনিট আগেফরিদপুরের সদরপুরে দুস্থদের মধ্যে ১০ টাকায় এক পিস করে ইলিশ বিতরণের সময় লুটপাটের ঘটনা ঘটেছে। মাছ না পেয়ে হতদরিদ্র অনেকে ক্ষুব্ধ হয়ে ঘেরাও করে রাখেন বিতরণকারীকে। আজ বুধবার দুপুরে উপজেলা সদরের বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেকক্সবাজারের চকরিয়া পৌর শহরে সড়ক থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মাতামুহুরী ব্রিজের অ্যাপ্রোচ সড়ক থেকে নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
৩৩ মিনিট আগে