Ajker Patrika

যশোরে ভূমিমালিকদের না জানিয়ে বৈদ্যুতিক সঞ্চালন লাইন স্থাপনের প্রতিবাদে মানববন্ধন

­যশোর প্রতিনিধি
ভূমির মালিকদের না জানিয়ে জোরপূর্বক উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক সঞ্চালন লাইনের পিলার বসানোর প্রতিবাদে রোববার দুপুরে যশোরে মানববন্ধন করেন ক্ষতিগ্রস্তরা। ছবি: আজকের পত্রিকা
ভূমির মালিকদের না জানিয়ে জোরপূর্বক উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক সঞ্চালন লাইনের পিলার বসানোর প্রতিবাদে রোববার দুপুরে যশোরে মানববন্ধন করেন ক্ষতিগ্রস্তরা। ছবি: আজকের পত্রিকা

ভূমির মালিকদের না জানিয়ে জোরপূর্বক উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক সঞ্চালন লাইনের পিলার বসানোর প্রতিবাদে যশোরে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্তরা। রোববার (২৯ জুন) দুপুরে যশোর মেডিকেল কলেজপাড়ায় এ কর্মসূচির আয়োজন করে ‘বেলেঘাটা ভূমিরক্ষা সংগ্রাম কমিটি’। সংগ্রাম কমিটির আহ্বায়ক তরিকুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক জমির মালিক অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) যশোরে সঞ্চালন লাইন স্থাপন করছে। এই লাইনের একটি অংশ যশোর মেডিকেল কলেজ সংলগ্ন হরিণার বিল এলাকা হয়ে যাবে। এরই অংশ হিসেবে প্রায় ৩ লাখ ২০ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক পিলার বসানো হচ্ছে।

কিন্তু এসব জমির মালিকদের কোনো পূর্ববার্তা বা অনুমতি না নিয়ে, ক্ষতিপূরণ ছাড়াই জোর করে কাজ করছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান—এমন অভিযোগ করেন তাঁরা।

বক্তারা বলেন, মেডিকেল কলেজ স্থাপনের পর আশপাশের জমির দাম বেড়ে যায়। অনেকে সঞ্চয় ভেঙে জমি কিনেছেন। এখন প্রতি শতক জমির দাম ৮ থেকে ২০ লাখ টাকা। বিদ্যুৎ সঞ্চালন লাইন বসালে এসব জমির ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে।

তারা দাবি করেন, সঞ্চালন লাইনের কারণে ক্ষতিগ্রস্ত সব জমি বাজারমূল্যে অধিগ্রহণ করতে হবে। তা না হলে তারা যেকোনো মূল্যে কাজ প্রতিরোধ করবেন বলেও হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগ্রাম কমিটির সদস্যসচিব রফিকুল ইসলাম, উপদেষ্টা জিল্লুর রহমান ভিটু, সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট জুলফিকার আলী জুলু, জুয়েল মৃধা, শুকুর আলী, বজলুর রহমান, তোতা মিয়া প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

বিজিবির একজন আর্মি অফিসারকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না: নাহিদ

জুলাই সনদ কার্যকরে সংবিধান আদেশ জারি ও বৈধতায় গণভোটের সুপারিশ আইন বিশেষজ্ঞদের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত