দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরর দেওয়ানগঞ্জে পৌরসভা নির্বাচনে পরাজিত কাউন্সিলর পদপ্রার্থী জ্যোতির্ময় চন্দ্র নাড়ুর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণার পর এ ঘটনা ঘটে।
একই ওয়ার্ডের অপর পরাজিত কাউন্সিলর পদপ্রার্থী খালিকুজ্জামান খোকনের সমর্থকেরা শহরের পোস্ট অফিসসংলগ্ন জ্যোতির্ময় চন্দ্র নাড়ুর বাড়িতে হামলা চালায় বলে জানায় স্থানীয়রা।
স্থানীয়রা জানান, গতকাল দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ড থেকে সাধারণ আসনে সাতজন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে ডালিম প্রতীক নিয়ে আব্দুস সালাম খোকা নির্বাচনে জয়লাভ করেন। নির্বাচনে ওই ওয়ার্ডে জ্যোতির্ময় চন্দ্র নাড়ু টেবিল ল্যাম্প ও খালিকুজ্জামান খোকন ব্ল্যাকবোর্ড প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা দুজনই পরাজিত হন। খোকন ভাবেন, তাঁর পরাজয়ের কারণ জ্যোতির্ময় চন্দ্র নাড়ু। তাই ফলাফল ঘোষণার পর তাঁর সমর্থকেরা জ্যোতির্ময় চন্দ্র নাড়ুর বাড়িতে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালান এবং ভাঙচুর করেন।
জ্যোতির্ময় চন্দ্র নাড়ু বলেন, ‘নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করায় খালিকুজ্জামান খোকনের লোকজন আমার বাড়িতে হামলা ও ভাঙচুর করেছেন। আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি পাল্টা হামলা করিনি। এ ঘটনার আমি বিচারের দাবি করছি।’
হামলা ও ভাঙচুর সম্পর্কে জানতে অভিযুক্ত খালিকুজ্জামান খোকনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুরর দেওয়ানগঞ্জে পৌরসভা নির্বাচনে পরাজিত কাউন্সিলর পদপ্রার্থী জ্যোতির্ময় চন্দ্র নাড়ুর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণার পর এ ঘটনা ঘটে।
একই ওয়ার্ডের অপর পরাজিত কাউন্সিলর পদপ্রার্থী খালিকুজ্জামান খোকনের সমর্থকেরা শহরের পোস্ট অফিসসংলগ্ন জ্যোতির্ময় চন্দ্র নাড়ুর বাড়িতে হামলা চালায় বলে জানায় স্থানীয়রা।
স্থানীয়রা জানান, গতকাল দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ড থেকে সাধারণ আসনে সাতজন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে ডালিম প্রতীক নিয়ে আব্দুস সালাম খোকা নির্বাচনে জয়লাভ করেন। নির্বাচনে ওই ওয়ার্ডে জ্যোতির্ময় চন্দ্র নাড়ু টেবিল ল্যাম্প ও খালিকুজ্জামান খোকন ব্ল্যাকবোর্ড প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা দুজনই পরাজিত হন। খোকন ভাবেন, তাঁর পরাজয়ের কারণ জ্যোতির্ময় চন্দ্র নাড়ু। তাই ফলাফল ঘোষণার পর তাঁর সমর্থকেরা জ্যোতির্ময় চন্দ্র নাড়ুর বাড়িতে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালান এবং ভাঙচুর করেন।
জ্যোতির্ময় চন্দ্র নাড়ু বলেন, ‘নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করায় খালিকুজ্জামান খোকনের লোকজন আমার বাড়িতে হামলা ও ভাঙচুর করেছেন। আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি পাল্টা হামলা করিনি। এ ঘটনার আমি বিচারের দাবি করছি।’
হামলা ও ভাঙচুর সম্পর্কে জানতে অভিযুক্ত খালিকুজ্জামান খোকনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, লম্বা শুভ্র চুল-দাড়ি বিশিষ্ট এক বৃদ্ধকে তিন ব্যক্তি জোর করে চুল কেটে দিচ্ছেন। বৃদ্ধ প্রাণপণ চেষ্টা করেও নিজেকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হন। না পেরে শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পণ করে বলেন, ‘আল্লাহ, তুই দেহিস।’
৪৩ মিনিট আগেঋণের ফাঁদ থেকে কোনোভাবেই বের হতে পারছিলেন না মিঠুন দাস (২৮)। ওষুধ কোম্পানির প্রতিনিধির চাকরি আর সিসি ক্যামেরা লাগানোর ব্যবসা থেকে যে আয়-রোজগার হচ্ছিল, তার প্রায় সবই চলে যাচ্ছিল শুধু সুদ দিতে।
১ ঘণ্টা আগেমুন্সিগঞ্জের শ্রীনগরে আমগাছে দুই হাত বাঁধা অবস্থায় রফিক শেখ (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের কয়কীর্ত্তন এলাকায় লাশটি উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগেপিআর পদ্ধতির দাবিতে আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক নিয়ে সৃষ্ট জটিলতা নির্বাচন আয়োজনে কোন প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
১ ঘণ্টা আগে