Ajker Patrika

ইভিএমে ভোটেও ফল ঘোষণায় দেরি, কারণ জানাল রিটার্নিং কার্যালয়

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর থেকে 
আপডেট : ২৬ মে ২০২৩, ০১: ৫০
ইভিএমে ভোটেও ফল ঘোষণায় দেরি, কারণ জানাল রিটার্নিং কার্যালয়

বিকেল চারটার দিকে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটদান শেষ হলেও সর্বশেষ রাজ ১১টা ৪৭ মিনিটেও ফলাফল জানা যায়নি। ইভিএমে ভোট দানের পরেও ফলাফলে এত দেরি কেন তা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন প্রার্থীরা। 

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ৩০০টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানে নৌকা প্রার্থী আজমত উল্লাহ পেয়েছেন  ১ লাখ ৪০ হাজার ৬৭৫ ভোট ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা মাজেদা খাতুন টেবিল ঘড়ি পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৭৫ ভোট। 

তবে প্রশ্ন উঠেছে, স্বয়ংক্রিয় মেশিনের যেখানে ফলাফল তাড়াতাড়ি আসার কথা সেখানে কেন মধ্যরাতেও ফলাফল ঘোষণা করা হচ্ছে না। বিকেল চারটার পরে ভোটদান শেষ হলে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হয় ফলাফল ঘোষণা। রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত ১০০টি কেন্দ্রের ফলাফল পাওয়া যায়। তবে হঠাৎ করে পরবর্তী এক ঘণ্টায় প্রায় ১৮০টি কেন্দ্রের ফলাফল জানায় নির্বাচন কমিশন। 

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের রিটার্নিং কার্যালয় জানিয়েছে, ভোট শেষে প্রিসাইডিং কর্মকর্তা নির্বাচনের সরঞ্জামাদি আবার জমা দিয়ে এখানে আসেন। এই প্রক্রিয়া একটু দেরি হয়। তাই সব কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল পেতে একটু দেরি হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোদিজি—বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন: ওয়াইসি

অধ্যক্ষকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেওয়া হলো কলেজ থেকে

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি কবে— জানাল আবহাওয়া অধিদপ্তর

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ: নবনির্বাচিত ভিপি মৃদুল, জিএস রায়হান

যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক শক্তির অধিকারী হবে তুরস্ক, চুক্তি স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত