গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর বাসন থানাধীন কড্ডা এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনার পর আজ শনিবার (১৭ মে) এক দিনের জন্য ওই কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর বাসন থানাধীন কড্ডা এলাকায় ইন্টারন্যাশনাল ক্ল্যাসিক কম্পোজিট লিমিটেড (আই সি সি) নামের একটি তৈরি পোশাক কারখানা রয়েছে। এ কারখানায় ৩ হাজার ৪০০ শ্রমিক কাজ করেন। প্রতিদিনের মতো আজ শনিবার সকালে শ্রমিকেরা কারখানায় কাজে যোগদান করেন। পরে কারখানায় সরবরাহ করা পানি পান করে প্রথমে কয়েকজন শ্রমিক পাতলা পায়খানা ও পেট ব্যথায় ভোগতে শুরু করেন। পরে এই সংখ্যা বাড়তে বাড়তে ২০০ ছাড়িয়ে যায়। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়া শ্রমিকদের স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যান। এ ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ শনিবারের জন্য কারখানা ছুটি ঘোষণা করে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, সকালে কারখানায় কাজে যোগদানের পর শ্রমিকেরা পানি পান করে অসুস্থ বোধ করতে থাকেন। অসুস্থতার সংখ্যা বাড়তে থাকলে কর্তৃপক্ষ আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করে।
তিনি আরও বলেন, ‘আমরা মালিকপক্ষের সঙ্গে সমন্বয় করে অসুস্থ বোধ করা শ্রমিকদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করছি। যদি কারও অবস্থা গুরুতর হয়, তাহলে যেন কর্তৃপক্ষ তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করে, সে জন্যও চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
গাজীপুর মহানগরীর বাসন থানাধীন কড্ডা এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনার পর আজ শনিবার (১৭ মে) এক দিনের জন্য ওই কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর বাসন থানাধীন কড্ডা এলাকায় ইন্টারন্যাশনাল ক্ল্যাসিক কম্পোজিট লিমিটেড (আই সি সি) নামের একটি তৈরি পোশাক কারখানা রয়েছে। এ কারখানায় ৩ হাজার ৪০০ শ্রমিক কাজ করেন। প্রতিদিনের মতো আজ শনিবার সকালে শ্রমিকেরা কারখানায় কাজে যোগদান করেন। পরে কারখানায় সরবরাহ করা পানি পান করে প্রথমে কয়েকজন শ্রমিক পাতলা পায়খানা ও পেট ব্যথায় ভোগতে শুরু করেন। পরে এই সংখ্যা বাড়তে বাড়তে ২০০ ছাড়িয়ে যায়। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়া শ্রমিকদের স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যান। এ ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ শনিবারের জন্য কারখানা ছুটি ঘোষণা করে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, সকালে কারখানায় কাজে যোগদানের পর শ্রমিকেরা পানি পান করে অসুস্থ বোধ করতে থাকেন। অসুস্থতার সংখ্যা বাড়তে থাকলে কর্তৃপক্ষ আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করে।
তিনি আরও বলেন, ‘আমরা মালিকপক্ষের সঙ্গে সমন্বয় করে অসুস্থ বোধ করা শ্রমিকদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করছি। যদি কারও অবস্থা গুরুতর হয়, তাহলে যেন কর্তৃপক্ষ তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করে, সে জন্যও চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক কাজী এনাম আহমেদকে যশোর ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলার ক্রীড়া সংগঠকেরা। আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত যশোর শামসুল হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন গ্যালারির নিচে তাঁরা এই কর্মসূচি পালন করেন।
৩ মিনিট আগেফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। আজ বুধবার বিকেলে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. শামসুল আজম।
২৯ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া সীমান্তে ঘাস কাটতে যাওয়া রবিনাশ নামের এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া সীমান্তের মেইন পিলার ৯৫-এর কাছে এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগেসিরাজগঞ্জে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জেরে আশরাফ আলী (৫৫) নামের একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল
১ ঘণ্টা আগে