কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালকসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবারে রাত পৌনে ১১টার দিকে কালিয়াকৈর উপজেলার টিঅ্যান্ডটি বটতলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার অটোরিকশাচালক মো. নজরুল ইসলাম (৩৫), বরগুনা জেলার মেহেদী হাসান (৩২), কালিয়াকৈর উপজেলার বাজহিজলতলীর মো. আতিকুল ইসলাম (৪২), লতিফপুর এলাকার সাইদুল ইসলাম রুবেল (২৬) ও যশোরের দহর গ্রামের আতাউর রহমানের ছেলে শাহিন উদ্দিন (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে পৌনে ১১টার দিকে ইতিহাস পরিবহনের একটি বাস কালিয়াকৈর স্ট্যান্ড থেকে চন্দ্রা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথে কালিয়াকৈর উপজেলার টিঅ্যান্ডটি বটতলা মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ দুজন মারা যান এবং তিনজন গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন আহত তিন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে একজনের মৃত্যু হয়। পরে রাতেই টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও শেখ ফজিলাতুন্নেছা বিশেষায়িত হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালকসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবারে রাত পৌনে ১১টার দিকে কালিয়াকৈর উপজেলার টিঅ্যান্ডটি বটতলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার অটোরিকশাচালক মো. নজরুল ইসলাম (৩৫), বরগুনা জেলার মেহেদী হাসান (৩২), কালিয়াকৈর উপজেলার বাজহিজলতলীর মো. আতিকুল ইসলাম (৪২), লতিফপুর এলাকার সাইদুল ইসলাম রুবেল (২৬) ও যশোরের দহর গ্রামের আতাউর রহমানের ছেলে শাহিন উদ্দিন (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে পৌনে ১১টার দিকে ইতিহাস পরিবহনের একটি বাস কালিয়াকৈর স্ট্যান্ড থেকে চন্দ্রা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথে কালিয়াকৈর উপজেলার টিঅ্যান্ডটি বটতলা মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ দুজন মারা যান এবং তিনজন গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন আহত তিন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে একজনের মৃত্যু হয়। পরে রাতেই টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও শেখ ফজিলাতুন্নেছা বিশেষায়িত হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ পুস্তিগাছা গ্রামের হারুন-অর-রশিদ ও আশরাফুল ইসলাম নামের এই দুই ভাই পাঙাশ মাছের পায়েস, গরুর ভুনা, সজনে পাতার রুটি, এমনকি ইলিশ মাছের রুটির মতো অভিনব সব পদ রান্না করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে।
৩৩ মিনিট আগেডোমার উপজেলার বোড়াগাড়ি থেকে ডিমলার বাবুরহাট পর্যন্ত সাড়ে চার কিলোমিটার সড়কের দুর্দশা চোখে পড়ার মতো। চার বছর আগে এই সড়কের সংস্কার কাজ শুরু হলেও সেটি মাঝপথে বন্ধ হয়ে যায়। রাস্তা খোঁড়া হলেও পরে কাজ আর এগোয়নি। ইটের খোয়া মাটির সঙ্গে মিশে গিয়ে এখন পুরো সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত।
৪২ মিনিট আগেমানববন্ধনে বক্তারা বলেন, খনি এলাকায় বসবাসকারী মানুষ সবসময় আতঙ্কে থাকেন। রাতে কম্পনের কারণে শান্তিতে ঘুমাতে পারেন না এবং প্রতি মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করেন। তারা আরও বলেন, এই বিষয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করেও কোনো প্রতিকার মিলছে না। যদি খনি কর্তৃপক্ষ তাদের দাবিগুলো বাস্তবায়নে পদক্ষেপ না নেয়...
১ ঘণ্টা আগেবৃষ্টির কারণে জলাবদ্ধতায় নোয়াখালীর ৯টি উপজেলার ২৯টি সড়কের প্রায় ৪০০ কিলোমিটারের ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কের কোথাও পিচ ঢালাই উঠে গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও আবার খানাখন্দে পানি জমে আছে। এসব পথে যাত্রী ও চালকেরা প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন। এতে দুর্ঘটনাও ঘটছে। চলতি বছরে মে থেকে আগস্ট পর্যন্ত...
৫ ঘণ্টা আগে