গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে ট্রাকটি সম্পূর্ণ পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রংপুর থেকে কয়েকটি গরু নিয়ে একটি মিনি ট্রাক ঢাকায় গিয়ে গরু নামিয়ে দেয়। আজ বিকেলে রংপুরে ফেরার পথে ট্রাকের চালক বাড়তি লাভের আশায় বেশ কিছু যাত্রী নিয়ে ফের রংপুরের দিকে যাচ্ছিলেন।
পথে ট্রাকটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে যানজটে আটকা পড়ে। এ সময় হঠাৎ ট্রাকে গ্যাসের লিকেজ থেকে ইঞ্জিনে আগুন ধরে যায়। আগুন লাগার বিষয়টি পেছনে থাকা অন্য বাসের যাত্রীরা ট্রাকের চালক ও যাত্রীদের জানালে তাঁরা সবাই অন্যদের সহযোগিতায় দ্রুত ট্রাক থেকে নেমে যান। ফলে ট্রাকের চালক ও যাত্রীরা প্রাণে বেঁচে যান। পরে আগুন পুরো ট্রাকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় দিকে সাময়িক যানজটের সৃষ্টি হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ইফতেখার রায়হান জানান, ধারণা করা হচ্ছে, যানজটের সময় মিনি ট্রাকটি যেখানে দাঁড়িয়েছিল, তার নিচে গ্যাসের লিকেজ থেকে আগুন ধরে যায়। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কেউ হতাহত হয়নি।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে ট্রাকটি সম্পূর্ণ পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রংপুর থেকে কয়েকটি গরু নিয়ে একটি মিনি ট্রাক ঢাকায় গিয়ে গরু নামিয়ে দেয়। আজ বিকেলে রংপুরে ফেরার পথে ট্রাকের চালক বাড়তি লাভের আশায় বেশ কিছু যাত্রী নিয়ে ফের রংপুরের দিকে যাচ্ছিলেন।
পথে ট্রাকটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে যানজটে আটকা পড়ে। এ সময় হঠাৎ ট্রাকে গ্যাসের লিকেজ থেকে ইঞ্জিনে আগুন ধরে যায়। আগুন লাগার বিষয়টি পেছনে থাকা অন্য বাসের যাত্রীরা ট্রাকের চালক ও যাত্রীদের জানালে তাঁরা সবাই অন্যদের সহযোগিতায় দ্রুত ট্রাক থেকে নেমে যান। ফলে ট্রাকের চালক ও যাত্রীরা প্রাণে বেঁচে যান। পরে আগুন পুরো ট্রাকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় দিকে সাময়িক যানজটের সৃষ্টি হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ইফতেখার রায়হান জানান, ধারণা করা হচ্ছে, যানজটের সময় মিনি ট্রাকটি যেখানে দাঁড়িয়েছিল, তার নিচে গ্যাসের লিকেজ থেকে আগুন ধরে যায়। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কেউ হতাহত হয়নি।
সিলেটে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একটি বেসরকারি হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে হাসপাতালের কর্মীরাও পাল্টা হামলা চালান। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে সিলেটের ইবনে সিনা হাসপাতালে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগের্যাবের পোশাক পরে র্যাব সদস্য পরিচয় দিয়ে প্রতারণার সময় বরিশালের আগৈলঝাড়া উপজেলা শ্রমিক দল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী বিপুল ঢালী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে আগৈলঝাড়া থানায় মামলা করেছেন।
১৯ মিনিট আগেসিলেটের জলাবনখ্যাত রাতারগুল পরিদর্শন করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি রাতারগুল জলাবন এলাকা পরিদর্শন করেন।
২৬ মিনিট আগেনীলফামারীর ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলামের অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের কাজীপাড়া থেকে মিছিলটি শুরু হয়ে হৃদয়ে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
৩০ মিনিট আগে