সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ধর্ষণ ও ভ্রূণ হত্যা মামলায় গ্রেপ্তার ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান বিজয়কে (৩০) রিমান্ডে চায় পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ তাঁর পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। আগামী রোববার এই আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন আদালত। তাঁকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) এরফান হোসেন আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত মঙ্গলবার দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশেকুর রহমানের আদালতে মামলাটি করেন ভুক্তভোগী তরুণী। পরে রাতেই পুলিশ ইকবাল হাসান বিজয়কে গ্রেপ্তার করে। ধর্ষণে সহযোগিতার অভিযোগে মামলায় আরও চারজনকে আসামি করা হয়। তাঁরা হলেন একই ইউনিয়নের সুমন মিয়া (৪৫), আনোয়ার হোসেন রনি (২২), মাহমুদুল করিম তুহিন (২১) ও মো. মাহাদী (২২)।
অভিযুক্ত ইকবাল হাসান বিজয় ফেনীর পুবালি সংসদ ও রাজধানী ঢাকার একটি নাট্য সংগঠনের হয়ে মঞ্চে অভিনয় করতেন। ভুক্তভোগী তরুণীর বাড়ি খুলনার খালিশপুরে হলেও তিনি বর্তমানে ঢাকায় বসবাস করছেন। তিনি একজন টিকটকার এবং মঞ্চনাটকে অভিনয় করেন।
ছাত্রলীগ নেতা বিজয়ের বিরুদ্ধে একই ইউনিয়নের ছাত্রলীগ নেতাকে মারধরের মামলাও রয়েছে। সেই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।
বাদীপক্ষের আইনজীবী সালাউদ্দিন শিমুল বলেন, মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ফেনী মডেল থানাকে নির্দেশ দিয়েছেন আদালত।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান রাসেল বলেন, বিজয়ের বিরুদ্ধে অভিযোগ এলে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তদন্ত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ বলেন, ‘চরচান্দিয়া ছাত্রলীগের সভাপতি বিজয়কে ইতিমধ্যে শোকজ করা হয়েছে। তদন্ত কমিটিও করা হয়েছে। সার্বিক বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী আমরা বিজয়ের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।’
এ বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং ভ্রূণ হত্যার অভিযোগে করা মামলায় বিজয়কে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনার খালিশপুর রায়ের মহল আব্দুল মালেক রোডের খান হারুন উর রশিদের মেয়ে সাদিয়া খান আদরী অভিযোগ করেন, কক্সবাজারে শুটিং করতে গিয়ে আট মাস আগে ফেনীর সোনাগাজীর ছরছান্দিয়া গ্রামের আব্দুল্লা আল মামুনের ছেলে ছাত্রলীগ নেতা ইকবাল হাসান বিজয়ের সঙ্গে পরিচয় হয়। সেখান থেকে প্রেমের সম্পর্ক। পরে বিয়ের প্রলোভন দিয়ে বোনের বাসায় নিয়ে বিভিন্ন সময় শারীরিক সম্পর্কে জড়ান। তার পরিবারসহ সবাই জানে, বিজয়ের সঙ্গে তাঁর বিয়ে হয়েছে। এ অবস্থায় বিয়ের কথা বললে বিজয় কালক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে সব মোবাইল নম্বর ব্লক করে দিলে তিনি বিষয়টি সবার নজরে আনেন।
এদিকে বিভিন্ন সময় নানা অভিযোগ ওঠায় ইকবাল হাসান বিজয়কে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার সকালে সোনাগাজী পৌর শহরের একটি রেস্টুরেন্টে এক সভায় এই দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রিমন, সোনাগাজী সরকারি কলেজ ছাত্রলীগের নেতা তানভীর হোসেন রাহাদসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সম্পাদকেরা।
ধর্ষণ ও ভ্রূণ হত্যা মামলায় গ্রেপ্তার ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান বিজয়কে (৩০) রিমান্ডে চায় পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ তাঁর পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। আগামী রোববার এই আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন আদালত। তাঁকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) এরফান হোসেন আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত মঙ্গলবার দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশেকুর রহমানের আদালতে মামলাটি করেন ভুক্তভোগী তরুণী। পরে রাতেই পুলিশ ইকবাল হাসান বিজয়কে গ্রেপ্তার করে। ধর্ষণে সহযোগিতার অভিযোগে মামলায় আরও চারজনকে আসামি করা হয়। তাঁরা হলেন একই ইউনিয়নের সুমন মিয়া (৪৫), আনোয়ার হোসেন রনি (২২), মাহমুদুল করিম তুহিন (২১) ও মো. মাহাদী (২২)।
অভিযুক্ত ইকবাল হাসান বিজয় ফেনীর পুবালি সংসদ ও রাজধানী ঢাকার একটি নাট্য সংগঠনের হয়ে মঞ্চে অভিনয় করতেন। ভুক্তভোগী তরুণীর বাড়ি খুলনার খালিশপুরে হলেও তিনি বর্তমানে ঢাকায় বসবাস করছেন। তিনি একজন টিকটকার এবং মঞ্চনাটকে অভিনয় করেন।
ছাত্রলীগ নেতা বিজয়ের বিরুদ্ধে একই ইউনিয়নের ছাত্রলীগ নেতাকে মারধরের মামলাও রয়েছে। সেই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।
বাদীপক্ষের আইনজীবী সালাউদ্দিন শিমুল বলেন, মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ফেনী মডেল থানাকে নির্দেশ দিয়েছেন আদালত।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান রাসেল বলেন, বিজয়ের বিরুদ্ধে অভিযোগ এলে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তদন্ত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ বলেন, ‘চরচান্দিয়া ছাত্রলীগের সভাপতি বিজয়কে ইতিমধ্যে শোকজ করা হয়েছে। তদন্ত কমিটিও করা হয়েছে। সার্বিক বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী আমরা বিজয়ের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।’
এ বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং ভ্রূণ হত্যার অভিযোগে করা মামলায় বিজয়কে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনার খালিশপুর রায়ের মহল আব্দুল মালেক রোডের খান হারুন উর রশিদের মেয়ে সাদিয়া খান আদরী অভিযোগ করেন, কক্সবাজারে শুটিং করতে গিয়ে আট মাস আগে ফেনীর সোনাগাজীর ছরছান্দিয়া গ্রামের আব্দুল্লা আল মামুনের ছেলে ছাত্রলীগ নেতা ইকবাল হাসান বিজয়ের সঙ্গে পরিচয় হয়। সেখান থেকে প্রেমের সম্পর্ক। পরে বিয়ের প্রলোভন দিয়ে বোনের বাসায় নিয়ে বিভিন্ন সময় শারীরিক সম্পর্কে জড়ান। তার পরিবারসহ সবাই জানে, বিজয়ের সঙ্গে তাঁর বিয়ে হয়েছে। এ অবস্থায় বিয়ের কথা বললে বিজয় কালক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে সব মোবাইল নম্বর ব্লক করে দিলে তিনি বিষয়টি সবার নজরে আনেন।
এদিকে বিভিন্ন সময় নানা অভিযোগ ওঠায় ইকবাল হাসান বিজয়কে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার সকালে সোনাগাজী পৌর শহরের একটি রেস্টুরেন্টে এক সভায় এই দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রিমন, সোনাগাজী সরকারি কলেজ ছাত্রলীগের নেতা তানভীর হোসেন রাহাদসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সম্পাদকেরা।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৪ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৫ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৫ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৫ ঘণ্টা আগে