দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে নৈশ প্রহরী হত্যা মামলায় ২৬ বছর পর তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মালায় একজনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টার দিকে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন। হত্যা মামলার ২৫ বছর ৯ মাস ২৬ দিন পর এ রায় ঘোষণা করা হলো।
মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন—চিরিরবন্দর উপজেলার দক্ষিণ সুকদেবপুর এলাকার মৃত ছমির উদ্দিনের ছেলে আফজাল হোসেন, উপজেলার উত্তর ভোলানাথপুর গ্রামের ছমির উদ্দিনের ছেলে আব্দুল লতিফ ও একই এলাকার কাচুয়া শাহের ছেলে শামসুল হক। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আব্দুল কাফীকে বেকসুর খালাস দেন।
নৈশপ্রহরী তজিম উদ্দিন চিরিরবন্দর উপজেলার উত্তর ভোলানাথপুরের বাসিন্দা। তাঁর স্ত্রী আরজিনা বেওয়া বাদী হয়ে মামলা করেন।
মামলার উল্লেখ করা হয়, গত ৯৭ সালের ৩১ জুলাই কারেন্টহাটে সামসুদ্দিনের মিলে ডিউটিতে যান তজিম উদ্দিন। এরপর তিনি নিখোঁজ ছিলেন। পরে ২ আগস্ট মিলের মালিক সামসুদ্দিন জানান তজিমুদ্দিন তাঁর মিলে ডিউটিতে যায়নি। ৩ আগস্ট বাড়ির অদূরে দামুদার পুকুরে তজিমুদ্দিনের মরদেহ পাওয়া যায়। এ সময় মরদেহের গলায় আঘাত ও পেটসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
এর আগে ১৯৯৭ সালের ৩০ জুলাই আসামিদের সঙ্গে জমি সংক্রান্ত মামলা নিষ্পত্তি নিয়ে মিলে আলোচনায় বসেন। সেদিন জমির বিরোধ নিষ্পত্তি হয়নি। এ ঘটনায় স্ত্রী আরজিনা বেওয়া ৬ আগস্ট চিরিরবন্দর থানায় মামলা করেন। মামলায় ৭ জনের নাম দিয়ে উল্লেখ করেন।
পরে মামলার তদন্ত শেষে পাঁচজনের নাম উল্লেখ করে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেন। এর মধ্যে আসামি মোখলেছার রহমান মামলা চলাকালে মৃত্যুবরণ করায় তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়া আসামি আব্দুল কাফির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাঁকে খালাস দেন।
মামলা পরিচালনায় রাষ্ট্র পক্ষে ছিলেন অতিরিক্ত পিপি হাসনে ইমাম নয়ন ও মোস্তাফিজুর রহমান টুটুল ও আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন আব্দুস সামাদ।
দিনাজপুরের চিরিরবন্দরে নৈশ প্রহরী হত্যা মামলায় ২৬ বছর পর তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মালায় একজনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টার দিকে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন। হত্যা মামলার ২৫ বছর ৯ মাস ২৬ দিন পর এ রায় ঘোষণা করা হলো।
মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন—চিরিরবন্দর উপজেলার দক্ষিণ সুকদেবপুর এলাকার মৃত ছমির উদ্দিনের ছেলে আফজাল হোসেন, উপজেলার উত্তর ভোলানাথপুর গ্রামের ছমির উদ্দিনের ছেলে আব্দুল লতিফ ও একই এলাকার কাচুয়া শাহের ছেলে শামসুল হক। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আব্দুল কাফীকে বেকসুর খালাস দেন।
নৈশপ্রহরী তজিম উদ্দিন চিরিরবন্দর উপজেলার উত্তর ভোলানাথপুরের বাসিন্দা। তাঁর স্ত্রী আরজিনা বেওয়া বাদী হয়ে মামলা করেন।
মামলার উল্লেখ করা হয়, গত ৯৭ সালের ৩১ জুলাই কারেন্টহাটে সামসুদ্দিনের মিলে ডিউটিতে যান তজিম উদ্দিন। এরপর তিনি নিখোঁজ ছিলেন। পরে ২ আগস্ট মিলের মালিক সামসুদ্দিন জানান তজিমুদ্দিন তাঁর মিলে ডিউটিতে যায়নি। ৩ আগস্ট বাড়ির অদূরে দামুদার পুকুরে তজিমুদ্দিনের মরদেহ পাওয়া যায়। এ সময় মরদেহের গলায় আঘাত ও পেটসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
এর আগে ১৯৯৭ সালের ৩০ জুলাই আসামিদের সঙ্গে জমি সংক্রান্ত মামলা নিষ্পত্তি নিয়ে মিলে আলোচনায় বসেন। সেদিন জমির বিরোধ নিষ্পত্তি হয়নি। এ ঘটনায় স্ত্রী আরজিনা বেওয়া ৬ আগস্ট চিরিরবন্দর থানায় মামলা করেন। মামলায় ৭ জনের নাম দিয়ে উল্লেখ করেন।
পরে মামলার তদন্ত শেষে পাঁচজনের নাম উল্লেখ করে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেন। এর মধ্যে আসামি মোখলেছার রহমান মামলা চলাকালে মৃত্যুবরণ করায় তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়া আসামি আব্দুল কাফির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাঁকে খালাস দেন।
মামলা পরিচালনায় রাষ্ট্র পক্ষে ছিলেন অতিরিক্ত পিপি হাসনে ইমাম নয়ন ও মোস্তাফিজুর রহমান টুটুল ও আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন আব্দুস সামাদ।
সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, লম্বা শুভ্র চুল-দাড়ি বিশিষ্ট এক বৃদ্ধকে তিন ব্যক্তি জোর করে চুল কেটে দিচ্ছেন। বৃদ্ধ প্রাণপণ চেষ্টা করেও নিজেকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হন। না পেরে শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পণ করে বলেন, ‘আল্লাহ, তুই দেহিস।’
১ ঘণ্টা আগেঋণের ফাঁদ থেকে কোনোভাবেই বের হতে পারছিলেন না মিঠুন দাস (২৮)। ওষুধ কোম্পানির প্রতিনিধির চাকরি আর সিসি ক্যামেরা লাগানোর ব্যবসা থেকে যে আয়-রোজগার হচ্ছিল, তার প্রায় সবই চলে যাচ্ছিল শুধু সুদ দিতে।
১ ঘণ্টা আগেমুন্সিগঞ্জের শ্রীনগরে আমগাছে দুই হাত বাঁধা অবস্থায় রফিক শেখ (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের কয়কীর্ত্তন এলাকায় লাশটি উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগেপিআর পদ্ধতির দাবিতে আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক নিয়ে সৃষ্ট জটিলতা নির্বাচন আয়োজনে কোন প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
১ ঘণ্টা আগে