খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
শ্বশুরবাড়ির নির্যাতন সইতে না পেরে গলায় রশি পেঁচিয়ে দিনাজপুরের খানসামায় রমজান আলী মিলন (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল রোববার (২০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ বালাপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত যুবক রমজান আলী মিলন উপজেলার দক্ষিণ বালাপাড়া ধুদিপাড়া এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
নিহতের বড় ভাই নুর আলম, থানা-পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় চার বছর আগে পারিবারিকভাবে পার্শ্ববর্তী নীলফামারী সদর উপজেলার সোনারায় ঘাটেরপাড় এলাকার শাহানাজ নামে এক মেয়ের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা বিষয়ে তাঁদের সংসারে ঝগড়াঝাঁটি লেগে থাকত। এ কারণে প্রায় সময়ই স্ত্রী বাবার বাড়িতে থাকতেন।
সর্বশেষ গত তিন মাস আগে স্ত্রী দেড় বছরের ছেলেসন্তানসহ তাঁর বাবার বাড়ি যান। মিলন গত বুধবার (১৬ অক্টোবর) রাতে ঢাকা থেকে বাসায় এসে বউ আনার জন্য শ্বশুরবাড়ি যান। এই সময়ে চার দিন ধরে তাঁকে ঘরে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করে প্রায় ১০ লাখ টাকা কাবিননামা করে পুনরায় বিয়ে দেয়। এরপর রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় নিজ বাসায় একাই ফিরে আসেন তিনি। এ সময় মিলন শ্বশুরবাড়ির নির্যাতনের কথা তাঁর ভাই ও পরিবারের সদস্যের জানান। পরবর্তী সময়ে সোমবার (২১ অক্টোবর) বিকেলে আবদ্ধ রুমে সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে গলায় রশি প্যাঁচানো অবস্থায় দেখতে পেয়ে থানায় ও স্থানীয়দের খবর দেন তাঁর বড় ভাই।
নিহতের বড় ভাই ভ্যানচালক নুর আলম বলেন, ‘আজ সোমবার সকালে আমিসহ পরিবারের সদস্যরা জীবিকার খোঁজে বাইরে যাই। বিকেলে দেখি মিলনের ঘর আবদ্ধ, কোনো সাড়াশব্দ নাই। পরে দরজা ভেঙে দেখি রশিতে ঝুলে আছে সে।’
বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক আজকের পত্রিকাকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মনোমালিন্যে এমন মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
শ্বশুরবাড়ির নির্যাতন সইতে না পেরে গলায় রশি পেঁচিয়ে দিনাজপুরের খানসামায় রমজান আলী মিলন (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল রোববার (২০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ বালাপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত যুবক রমজান আলী মিলন উপজেলার দক্ষিণ বালাপাড়া ধুদিপাড়া এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
নিহতের বড় ভাই নুর আলম, থানা-পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় চার বছর আগে পারিবারিকভাবে পার্শ্ববর্তী নীলফামারী সদর উপজেলার সোনারায় ঘাটেরপাড় এলাকার শাহানাজ নামে এক মেয়ের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা বিষয়ে তাঁদের সংসারে ঝগড়াঝাঁটি লেগে থাকত। এ কারণে প্রায় সময়ই স্ত্রী বাবার বাড়িতে থাকতেন।
সর্বশেষ গত তিন মাস আগে স্ত্রী দেড় বছরের ছেলেসন্তানসহ তাঁর বাবার বাড়ি যান। মিলন গত বুধবার (১৬ অক্টোবর) রাতে ঢাকা থেকে বাসায় এসে বউ আনার জন্য শ্বশুরবাড়ি যান। এই সময়ে চার দিন ধরে তাঁকে ঘরে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করে প্রায় ১০ লাখ টাকা কাবিননামা করে পুনরায় বিয়ে দেয়। এরপর রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় নিজ বাসায় একাই ফিরে আসেন তিনি। এ সময় মিলন শ্বশুরবাড়ির নির্যাতনের কথা তাঁর ভাই ও পরিবারের সদস্যের জানান। পরবর্তী সময়ে সোমবার (২১ অক্টোবর) বিকেলে আবদ্ধ রুমে সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে গলায় রশি প্যাঁচানো অবস্থায় দেখতে পেয়ে থানায় ও স্থানীয়দের খবর দেন তাঁর বড় ভাই।
নিহতের বড় ভাই ভ্যানচালক নুর আলম বলেন, ‘আজ সোমবার সকালে আমিসহ পরিবারের সদস্যরা জীবিকার খোঁজে বাইরে যাই। বিকেলে দেখি মিলনের ঘর আবদ্ধ, কোনো সাড়াশব্দ নাই। পরে দরজা ভেঙে দেখি রশিতে ঝুলে আছে সে।’
বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক আজকের পত্রিকাকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মনোমালিন্যে এমন মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, গত বুধবার দুপুরে মাদ্রাসায় যাওয়ার পথে ওই শিশুকে মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখান সাগর মিয়া (২৭)। পরে কৌশলে তাকে ডেমরার করিম কলোনির এক পরিত্যক্ত ভবনে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
৬ মিনিট আগেপূর্ব সুন্দরবনে ঘুরতে এসে কচিখালী ডিমের চরসংলগ্ন সমুদ্রে গোসলে নেমে মাহিত আব্দুল্লাহ (১৬) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগেময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ বোমা মেরে উড়িয়ে দেওয়া, শিক্ষকদের মারধরের হুমকি এবং বহিরাগত ও অভ্যন্তরীণ ষড়যন্ত্রের অভিযোগ তুলে শহীদ মিনারে আমরণ অনশনে বসেন কলেজের অধ্যক্ষ ড. আতাউর রহমান। তাঁর সঙ্গে বসেন শিক্ষকেরাও। আজ শনিবার বেলা ১টার দিকে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে ব্যানার টানিয়ে অনশনে বসেন
২৩ মিনিট আগেআওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার রক্ষার চেয়ে লঙ্ঘন বেশি হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী বেওয়াচ হোটেলের সম্মেলনকক্ষে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ নিয়ে পরামর্শক সভায় প্রধান অতিথির বক্তব্যে
১ ঘণ্টা আগে