ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
ফুটবল বিশ্বকাপের পর সারা দেশে ব্রাজিল-আর্জেন্টিনা দলের সমর্থকদের উত্তেজনা কমলেও, দিনাজপুরের ফুলবাড়ীতে কমেনি এই উন্মাদনা। এখনো চায়ের দোকানে, পাড়া-মহল্লায় চলে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের বাগ্যুদ্ধ। আর এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয় এলাকার আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ। যেখানে ৪-০ গোলে জয়ী হয়েছে আর্জেন্টিনা দল।
গতকাল শুক্রবার বিকেল ৫টায় উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর উচ্চবিদ্যালয় মাঠে আর্জেন্টিনা বনাম ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
সরেজমিন খেলার মাঠে দেখা যায়, খেলাটি আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে হলেও দর্শকদের কাছে আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা দেখার মতোই উত্তেজনায় ভরপুর। খেলা দেখতে আসা উৎসুক জনতার উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। খেলাকে কেন্দ্র করে বিভিন্ন বয়সী মানুষের সমাগম ঘটেছে। আরিফ ইসলাম নামের স্থানীয় যুবকের ধারাভাষ্যে প্রাণবন্ত ছিলে পুরো মাঠ।
দর্শকের সারিতে কথা হয় ওয়াহাব আলী নামের এক প্রবীণ ব্যক্তির সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘জমির কাজ বাদ দিয়ে আর্জেন্টিনা-ব্রাজিলের খেলা দেখতে আসছি। আমি তো আর্জেন্টিনাকে সাপোর্ট করি। সে জন্য চাই আর্জেন্টিনা জিতুক।’
স্থানীয় মধ্যবয়সী সাদেকুল ইসলাম বলেন, ‘খেলার মাইকিং শুনে খেলা দেখতে আসলাম। ফুটবলের প্রতি মানুষের যে আগ্রহ, দেশের ফুটবল সেভাবে আগায় নাই। এটা খুবই দুঃখজনক। আমি ব্রাজিলের সমর্থন করি, তাই আশা করি তারাই জিতবে।’
পরে খেলা শেষে আর্জেন্টিনার সমর্থকেরা ৪-০ গোলে জয়লাভ করেন। খেলা শেষে আনন্দ মিছিল করে দুই দলের খেলোয়াড়েরা পরস্পরকে আলিঙ্গন করেন।
সমাপনী অনুষ্ঠানে বিজয়ী দলের জন্য বড় ট্রফি ও রানার্সআপ দলের জন্য মাঝারি আকারের ট্রফি দেওয়া হয়। উভয় দলের খাওয়া-দাওয়ার জন্য একটি খাসি দিয়েছে এ খেলার আয়োজক কমিটি।
এ আয়োজনের পৃষ্ঠপোষক ছিলেন মেহেদি হাসান নামের স্থানীয় এক যুবক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এলাকার মানুষ আর্জেন্টিনা-ব্রাজিল দলের অন্ধ ভক্ত। কেউ কাউকে ছাড় দিতে চায় না। দুই দলের সমর্থকদের ভেদাভেদ ভুলতে আমরা এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছিলাম।’
ফুটবল বিশ্বকাপের পর সারা দেশে ব্রাজিল-আর্জেন্টিনা দলের সমর্থকদের উত্তেজনা কমলেও, দিনাজপুরের ফুলবাড়ীতে কমেনি এই উন্মাদনা। এখনো চায়ের দোকানে, পাড়া-মহল্লায় চলে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের বাগ্যুদ্ধ। আর এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয় এলাকার আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ। যেখানে ৪-০ গোলে জয়ী হয়েছে আর্জেন্টিনা দল।
গতকাল শুক্রবার বিকেল ৫টায় উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর উচ্চবিদ্যালয় মাঠে আর্জেন্টিনা বনাম ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
সরেজমিন খেলার মাঠে দেখা যায়, খেলাটি আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে হলেও দর্শকদের কাছে আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা দেখার মতোই উত্তেজনায় ভরপুর। খেলা দেখতে আসা উৎসুক জনতার উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। খেলাকে কেন্দ্র করে বিভিন্ন বয়সী মানুষের সমাগম ঘটেছে। আরিফ ইসলাম নামের স্থানীয় যুবকের ধারাভাষ্যে প্রাণবন্ত ছিলে পুরো মাঠ।
দর্শকের সারিতে কথা হয় ওয়াহাব আলী নামের এক প্রবীণ ব্যক্তির সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘জমির কাজ বাদ দিয়ে আর্জেন্টিনা-ব্রাজিলের খেলা দেখতে আসছি। আমি তো আর্জেন্টিনাকে সাপোর্ট করি। সে জন্য চাই আর্জেন্টিনা জিতুক।’
স্থানীয় মধ্যবয়সী সাদেকুল ইসলাম বলেন, ‘খেলার মাইকিং শুনে খেলা দেখতে আসলাম। ফুটবলের প্রতি মানুষের যে আগ্রহ, দেশের ফুটবল সেভাবে আগায় নাই। এটা খুবই দুঃখজনক। আমি ব্রাজিলের সমর্থন করি, তাই আশা করি তারাই জিতবে।’
পরে খেলা শেষে আর্জেন্টিনার সমর্থকেরা ৪-০ গোলে জয়লাভ করেন। খেলা শেষে আনন্দ মিছিল করে দুই দলের খেলোয়াড়েরা পরস্পরকে আলিঙ্গন করেন।
সমাপনী অনুষ্ঠানে বিজয়ী দলের জন্য বড় ট্রফি ও রানার্সআপ দলের জন্য মাঝারি আকারের ট্রফি দেওয়া হয়। উভয় দলের খাওয়া-দাওয়ার জন্য একটি খাসি দিয়েছে এ খেলার আয়োজক কমিটি।
এ আয়োজনের পৃষ্ঠপোষক ছিলেন মেহেদি হাসান নামের স্থানীয় এক যুবক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এলাকার মানুষ আর্জেন্টিনা-ব্রাজিল দলের অন্ধ ভক্ত। কেউ কাউকে ছাড় দিতে চায় না। দুই দলের সমর্থকদের ভেদাভেদ ভুলতে আমরা এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছিলাম।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হাজিরহাট থেকে যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের দিকে আসছিলেন সিএনজিচালক হাসান। সিএনজিটি উপকূল সরকারি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা অপর একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় হাসানসহ ছয়জন আহত হয়।
১৪ মিনিট আগেপুলিশের সাবেক ডিআইজি ও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগেপাবনার সাঁথিয়ায় ৫ হাজার শিক্ষার্থীকে ক্যারিয়ার বিষয়ে গাইড প্রশিক্ষণ দিয়েছে জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর নামে প্রতিষ্ঠিত শহীদ মাওলানা নিজামী ফাউন্ডেশন। এসময় শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
৩২ মিনিট আগেঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সগির (২৫) নামের এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় সুধার বাড়ির সামনে এই ঘটনা ঘটে। নিহত সগির শুভাঢ্যা উত্তরপাড়া এলাকার আমির হোসেনের ছেলে এবং তিনি রাজধানীর ইসলামপুরে একটি কাপড়ের দোকানে কাজ করতেন।
৪১ মিনিট আগে