Ajker Patrika

রূপনগরে অবৈধভাবে নির্মিত ৮টি গেট গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অভিযানে প্রায় ১ কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়। ছবি: আজকের পত্রিকা।
অভিযানে প্রায় ১ কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়। ছবি: আজকের পত্রিকা।

রাজধানীর মিরপুর সেকশন-২ এর রূপনগর আবাসিক এলাকার বিভিন্ন রোডে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে এ অভিযানে রূপনগরের বিভিন্ন রোডে অবৈধভাবে নির্মিত ৮টি গেট গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম।

এ অভিযানে প্রায় শতাধিক দোকান ও হকার উচ্ছেদ করে প্রায় ১ কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়। এ সময় ফুটপাত দখল করে দোকান পরিচালনা করায় একটি ফার্নিচারের দোকান ও একটি খাবারের দোকান মালিককে ৩ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, জনগণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে রাস্তা ও ফুটপাতের অবৈধ যেকোনো স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির নিয়মিত অভিযান পরিচালনা করছে। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে তাদের চলাচলে স্বস্তি ফিরিয়ে আনতে রাস্তায় অবৈধভাবে নির্মিত গেটগুলো ভেঙে দেওয়া হয়েছে। এই গেটগুলো বিনা অনুমতিতে লাগানো হয়েছে, যার ফলে জনগণের ভোগান্তি সৃষ্টি হয়েছে। অন্যান্য সব রাস্তার অবৈধ গেটগুলো অপসারণে অভিযান চলমান থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত