আজকের পত্রিকা ডেস্ক
রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে একটি বহুতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির বেসমেন্টে লাগা আগুন আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনীর সদস্যরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবনটিতে একটি সমবায় ব্যাংক ও কয়েকটি লাইব্রেরি রয়েছে। অগ্নিকাণ্ডের পর লাইব্রেরির জিনস পত্র সরিয়ে নেয় ব্যবসায়ীরা।
আজ শনিবার সকাল ৯টার দিকে ইন্দিরা রোডের মানসী প্লাজার বেসমেন্টে আগুনের সূত্রপাত হয়। আট ঘণ্টার চেষ্টার পর বিকেল সোয়া ৫টায় আগুন নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
ঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক ঘটনাস্থলে গণমাধ্যম কর্মীদের বলেন, সকালে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। আট ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। ভবনটির বেসমেন্টের ভেতরে পুরোনো কাগজপত্র ও ময়লার স্তূপে আগুনের সূত্রপাত হয়। বেসমেন্ট থেকে আগুন ওপরে উঠতে পারেনি। তবে বেসমেন্টে কোনো ভেন্টিলেটর না থাকায় ধোয়ায় ভেতরে প্রবেশ করা ঝুঁকি ছিল। তারপরও কর্মীরা ঝুঁকি নিয়ে সেখানে প্রবেশ করে বিকেলে আগুন নিয়ন্ত্রণে নেয়। ভবনটির সামনের অংশের মাটি খুঁড়ে বিশেষ কায়দায় ভেন্টিলেটর তৈরি করে পানিও দেওয়া হয়।
তিনি বলেন, ভবনটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। পর্যাপ্ত পানির চেম্বারও নেই। তবে আগুনের কারণ তাৎক্ষণিক জানা যায়নি।
সরেজমিনে দেখা গেছে, সাত তলা মনাসী প্লাজার নিচতলায় তোফাজ্জল বুক হাউস এবং ডান পাশে ছাওয়াল বুক হাউস নামে দুটি লাইব্রেরি রয়েছে। দোতলায় কয়েকটি দোকান ও একটি ডেন্টাল চেম্বার রয়েছে। তৃতীয় তলা থেকে সপ্তম তলা পর্যন্ত ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড বাংলাদেশ নামে একটি সমবায় ব্যাংকের করপোরেট শাখা রয়েছে। তবে শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ব্যাংকটিতে কোনো কর্মী ছিল না। অগ্নিকাণ্ডের পর ভবনের লাইব্রেরি থেকে সকল বইপত্র বের করে নেয় কর্মচারীরা।
তোফাজ্জল বুক হাউসের বিক্রয় কর্মী রাশেদ বলেন, সকালে বেসমেন্ট থেকে ধোয়া দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করে দোকানিরা। তবে ধোয়ার তীব্রতার কারণে ভেতরে গিয়ে পানি দেওয়া সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভাতে কাজ করে।
এ ছাড়া তেজগাঁও কলেজের শিক্ষার্থী ও বিএনসিসির ক্যাডেট সদস্যরাও আগুন নেভাতে কাজ করেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে একটি বহুতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির বেসমেন্টে লাগা আগুন আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনীর সদস্যরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবনটিতে একটি সমবায় ব্যাংক ও কয়েকটি লাইব্রেরি রয়েছে। অগ্নিকাণ্ডের পর লাইব্রেরির জিনস পত্র সরিয়ে নেয় ব্যবসায়ীরা।
আজ শনিবার সকাল ৯টার দিকে ইন্দিরা রোডের মানসী প্লাজার বেসমেন্টে আগুনের সূত্রপাত হয়। আট ঘণ্টার চেষ্টার পর বিকেল সোয়া ৫টায় আগুন নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
ঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক ঘটনাস্থলে গণমাধ্যম কর্মীদের বলেন, সকালে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। আট ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। ভবনটির বেসমেন্টের ভেতরে পুরোনো কাগজপত্র ও ময়লার স্তূপে আগুনের সূত্রপাত হয়। বেসমেন্ট থেকে আগুন ওপরে উঠতে পারেনি। তবে বেসমেন্টে কোনো ভেন্টিলেটর না থাকায় ধোয়ায় ভেতরে প্রবেশ করা ঝুঁকি ছিল। তারপরও কর্মীরা ঝুঁকি নিয়ে সেখানে প্রবেশ করে বিকেলে আগুন নিয়ন্ত্রণে নেয়। ভবনটির সামনের অংশের মাটি খুঁড়ে বিশেষ কায়দায় ভেন্টিলেটর তৈরি করে পানিও দেওয়া হয়।
তিনি বলেন, ভবনটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। পর্যাপ্ত পানির চেম্বারও নেই। তবে আগুনের কারণ তাৎক্ষণিক জানা যায়নি।
সরেজমিনে দেখা গেছে, সাত তলা মনাসী প্লাজার নিচতলায় তোফাজ্জল বুক হাউস এবং ডান পাশে ছাওয়াল বুক হাউস নামে দুটি লাইব্রেরি রয়েছে। দোতলায় কয়েকটি দোকান ও একটি ডেন্টাল চেম্বার রয়েছে। তৃতীয় তলা থেকে সপ্তম তলা পর্যন্ত ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড বাংলাদেশ নামে একটি সমবায় ব্যাংকের করপোরেট শাখা রয়েছে। তবে শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ব্যাংকটিতে কোনো কর্মী ছিল না। অগ্নিকাণ্ডের পর ভবনের লাইব্রেরি থেকে সকল বইপত্র বের করে নেয় কর্মচারীরা।
তোফাজ্জল বুক হাউসের বিক্রয় কর্মী রাশেদ বলেন, সকালে বেসমেন্ট থেকে ধোয়া দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করে দোকানিরা। তবে ধোয়ার তীব্রতার কারণে ভেতরে গিয়ে পানি দেওয়া সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভাতে কাজ করে।
এ ছাড়া তেজগাঁও কলেজের শিক্ষার্থী ও বিএনসিসির ক্যাডেট সদস্যরাও আগুন নেভাতে কাজ করেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কোম্পানীগঞ্জে নেশা করে নিজের মাকে নির্যাতনের অভিযোগে ছেলে তোফাজ্জল ইসলামকে (২২) তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার তাঁকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পূর্ব ইসলামপুরের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেদেখতে সাধুর মতো, অনেকে পাগলও বলে থাকেন। এমন এক ব্যক্তিকে তিনজন লোক ধরে জোর করে চুল-দাড়ি কেটে দিচ্ছেন। সাধু মানুষটি প্রাণপণ চেষ্টা করেও নিজেকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হন। না পেরে শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পণ করে বলে ওঠেন—‘আল্লাহ, তুই দেহিস।’
৩১ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেশ্রীনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আজহার (৫২) নামের এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার উপজেলার শ্রীনগর ইউনিয়নের ধাইসার সাদ্দামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে