অনলাইন ডেস্ক
রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে একটি বহুতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির বেসমেন্টে লাগা আগুন আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনীর সদস্যরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবনটিতে একটি সমবায় ব্যাংক ও কয়েকটি লাইব্রেরি রয়েছে। অগ্নিকাণ্ডের পর লাইব্রেরির জিনস পত্র সরিয়ে নেয় ব্যবসায়ীরা।
আজ শনিবার সকাল ৯টার দিকে ইন্দিরা রোডের মানসী প্লাজার বেসমেন্টে আগুনের সূত্রপাত হয়। আট ঘণ্টার চেষ্টার পর বিকেল সোয়া ৫টায় আগুন নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
ঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক ঘটনাস্থলে গণমাধ্যম কর্মীদের বলেন, সকালে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। আট ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। ভবনটির বেসমেন্টের ভেতরে পুরোনো কাগজপত্র ও ময়লার স্তূপে আগুনের সূত্রপাত হয়। বেসমেন্ট থেকে আগুন ওপরে উঠতে পারেনি। তবে বেসমেন্টে কোনো ভেন্টিলেটর না থাকায় ধোয়ায় ভেতরে প্রবেশ করা ঝুঁকি ছিল। তারপরও কর্মীরা ঝুঁকি নিয়ে সেখানে প্রবেশ করে বিকেলে আগুন নিয়ন্ত্রণে নেয়। ভবনটির সামনের অংশের মাটি খুঁড়ে বিশেষ কায়দায় ভেন্টিলেটর তৈরি করে পানিও দেওয়া হয়।
তিনি বলেন, ভবনটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। পর্যাপ্ত পানির চেম্বারও নেই। তবে আগুনের কারণ তাৎক্ষণিক জানা যায়নি।
সরেজমিনে দেখা গেছে, সাত তলা মনাসী প্লাজার নিচতলায় তোফাজ্জল বুক হাউস এবং ডান পাশে ছাওয়াল বুক হাউস নামে দুটি লাইব্রেরি রয়েছে। দোতলায় কয়েকটি দোকান ও একটি ডেন্টাল চেম্বার রয়েছে। তৃতীয় তলা থেকে সপ্তম তলা পর্যন্ত ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড বাংলাদেশ নামে একটি সমবায় ব্যাংকের করপোরেট শাখা রয়েছে। তবে শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ব্যাংকটিতে কোনো কর্মী ছিল না। অগ্নিকাণ্ডের পর ভবনের লাইব্রেরি থেকে সকল বইপত্র বের করে নেয় কর্মচারীরা।
তোফাজ্জল বুক হাউসের বিক্রয় কর্মী রাশেদ বলেন, সকালে বেসমেন্ট থেকে ধোয়া দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করে দোকানিরা। তবে ধোয়ার তীব্রতার কারণে ভেতরে গিয়ে পানি দেওয়া সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভাতে কাজ করে।
এ ছাড়া তেজগাঁও কলেজের শিক্ষার্থী ও বিএনসিসির ক্যাডেট সদস্যরাও আগুন নেভাতে কাজ করেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে একটি বহুতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির বেসমেন্টে লাগা আগুন আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনীর সদস্যরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবনটিতে একটি সমবায় ব্যাংক ও কয়েকটি লাইব্রেরি রয়েছে। অগ্নিকাণ্ডের পর লাইব্রেরির জিনস পত্র সরিয়ে নেয় ব্যবসায়ীরা।
আজ শনিবার সকাল ৯টার দিকে ইন্দিরা রোডের মানসী প্লাজার বেসমেন্টে আগুনের সূত্রপাত হয়। আট ঘণ্টার চেষ্টার পর বিকেল সোয়া ৫টায় আগুন নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
ঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক ঘটনাস্থলে গণমাধ্যম কর্মীদের বলেন, সকালে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। আট ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। ভবনটির বেসমেন্টের ভেতরে পুরোনো কাগজপত্র ও ময়লার স্তূপে আগুনের সূত্রপাত হয়। বেসমেন্ট থেকে আগুন ওপরে উঠতে পারেনি। তবে বেসমেন্টে কোনো ভেন্টিলেটর না থাকায় ধোয়ায় ভেতরে প্রবেশ করা ঝুঁকি ছিল। তারপরও কর্মীরা ঝুঁকি নিয়ে সেখানে প্রবেশ করে বিকেলে আগুন নিয়ন্ত্রণে নেয়। ভবনটির সামনের অংশের মাটি খুঁড়ে বিশেষ কায়দায় ভেন্টিলেটর তৈরি করে পানিও দেওয়া হয়।
তিনি বলেন, ভবনটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। পর্যাপ্ত পানির চেম্বারও নেই। তবে আগুনের কারণ তাৎক্ষণিক জানা যায়নি।
সরেজমিনে দেখা গেছে, সাত তলা মনাসী প্লাজার নিচতলায় তোফাজ্জল বুক হাউস এবং ডান পাশে ছাওয়াল বুক হাউস নামে দুটি লাইব্রেরি রয়েছে। দোতলায় কয়েকটি দোকান ও একটি ডেন্টাল চেম্বার রয়েছে। তৃতীয় তলা থেকে সপ্তম তলা পর্যন্ত ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড বাংলাদেশ নামে একটি সমবায় ব্যাংকের করপোরেট শাখা রয়েছে। তবে শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ব্যাংকটিতে কোনো কর্মী ছিল না। অগ্নিকাণ্ডের পর ভবনের লাইব্রেরি থেকে সকল বইপত্র বের করে নেয় কর্মচারীরা।
তোফাজ্জল বুক হাউসের বিক্রয় কর্মী রাশেদ বলেন, সকালে বেসমেন্ট থেকে ধোয়া দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করে দোকানিরা। তবে ধোয়ার তীব্রতার কারণে ভেতরে গিয়ে পানি দেওয়া সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভাতে কাজ করে।
এ ছাড়া তেজগাঁও কলেজের শিক্ষার্থী ও বিএনসিসির ক্যাডেট সদস্যরাও আগুন নেভাতে কাজ করেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
টানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
১০ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
১৭ মিনিট আগেশেরপুরের গারো পাহাড়ে মানুষের বিচরণ বাড়ার পাশাপাশি কমতে শুরু করেছে বন-জঙ্গল। এতে সেখানে বন্য হাতির জীবন সংকটে পড়েছে। প্রায়ই নানা ঘটনায় প্রাণ হারিয়ে গারো পাহাড় থেকে বিলুপ্তের পথে বিশালাকৃতির এই প্রাণী। এদিকে হাতি-মানুষের দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে মানুষও। গত ৩০ বছরে শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্বে জেলায়
২১ মিনিট আগে২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় পাস হয় যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণের প্রকল্প। ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য।
২৫ মিনিট আগে