Ajker Patrika

সাহস থাকলে টাকা পাচারকারীদের তালিকা করেন, গণকমিশনকে জাপা এমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জুন ২০২২, ২১: ২৬
সাহস থাকলে টাকা পাচারকারীদের তালিকা করেন, গণকমিশনকে জাপা এমপি

ওয়াজের নামে টাকা তোলাসহ বিভিন্ন অভিযোগ তুলে ১১৬ জন ধর্মীয় বক্তার তালিকা করে দুর্নীতি দমন কমিশন বা দুদকে জমা দিয়েছে গণকমিশন। তাদের এই উদ্যোগকে বাড়াবাড়ি বলে দাবি করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। তিনি তাদের (গণকমিশন) বিদেশে টাকা পাচারকারীদের তালিকা তৈরি করে দুদকে জমা দেওয়ার জন্য অনুরোধ করেছেন।

আজ সোমবার একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সৈয়দ আবু হোসেন বাবলা এসব কথা বলেন।
 
গণকমিশনকে হরিদাস পাল উল্লেখ করে তিনি বলেন, ‘কোথাকার কোন হরিদাস পালরা এসে গণকমিশনের নাম ধারণ করে বাংলাদেশের ধর্মীয় নেতাদের দুর্নীতি খোঁজার জন্য দুদকে তালিকা দেয়। আমি ওই হরিদাস পাল বাবুদের বলব, সবকিছু নিয়ে বাড়াবাড়ি করবেন না। সবকিছু নিয়ে বাড়াবাড়ি ভালো না। আগুনে ঘি ঢালার চেষ্টা করবেন না।’ কে সাধু, আর কে অসাধু বাংলাদেশের সব মানুষ জানে বলে জানান তিনি।

গণকমিশনকে উদ্দেশ করে জাপার এই এমপি বলেন, ‘যদি সাহস থাকে তাহলে যেসব কুলাঙ্গাররা দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, পারলে সেই তালিকা প্রকাশ করে দেখান, দুদককে দেন। দেশের জনগণ সাধুবাদ জানাবে।’

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে মানবিক দিকও ফুটে উঠেছে বলে জানান সৈয়দ আবু হোসেন বাবলা। আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধারের জন্য প্রশাসনের পাশাপাশি চট্টগ্রামের জনগণ, রাজনৈতিক কর্মী ও ধর্মীয় নেতাদের কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি। তিনি বলেন, ‘কিছু মাওলানা সাহেব গিয়ে সবার আগে শত শত পোড়া মানুষকে হাসপাতালে নিয়ে গেছে। ইসকনের প্রভুরাও রক্তদান করেছে। এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের চিত্র। এই দেশ নিয়ে আমরা অহংকার করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত