Ajker Patrika

অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মোস্তফা গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২৫, ২১: ৪৫
বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা থেকে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ মে) বিকেলে উত্তরা ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের একটি ফার্মেসির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।

গ্রেপ্তার হওয়া গোলাম মোস্তফা রাজবাড়ী জেলার সদর উপজেলার সৈয়দ পাদুরিয়া গ্রামের নওশেদ আলী মোল্লার ছেলে। তিনি বর্তমানে উত্তরা ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের একটি বাসায় থাকতেন।

গোয়েন্দা পুলিশের বিশ্বস্ত সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের ৮১ নম্বর বাসার একটি ওষুধের দোকানের সামনে থেকে গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। মোস্তফা ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মাদ হাবিব হাসানের ঘনিষ্ঠজন ছিলেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক বলেন, অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত