Ajker Patrika

কোর্টে বসে যাঁরা রাজনীতি করেছেন, তাঁরা ১ সপ্তাহের মধ্যে পদত্যাগ করুন: ব্যারিস্টার খোকন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১৩: ৫০
কোর্টে বসে যাঁরা রাজনীতি করেছেন, তাঁরা ১ সপ্তাহের মধ্যে পদত্যাগ করুন: ব্যারিস্টার খোকন

সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘গত ১৬ বছরে অনেক বিচারপতি তাঁদের শপথ অনুযায়ী বিচার করেননি। তাঁরা এখানে রাজনীতি করেছেন। তাঁরা অতি উৎসাহী হয়ে রিমান্ড দিয়েছেন, সাজা দিয়েছেন। অনেকে দুর্নীতি করেছেন। যাঁরা রাজনৈতিকভাবে বিচার করেছেন, কোর্টে বসে রাজনীতি করেছেন, তাঁদের অনুরোধ করব আগামী এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করার জন্য। না করলে আমরা তাঁদের নাম বলে দেব।’ 

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সারা দেশে থাকা রাষ্ট্রের আইন কর্মকর্তা, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশনে থাকা সবার পদত্যাগ দাবি করেন বারের সভাপতি। তিনি বলেন, ‘গত ১৬ বছরে হওয়া সব রাজনৈতিক মামলা নির্বাহী আদেশে প্রত্যাহার করতে হবে। রাজনৈতিক কারণে যাঁদের কারাগারে রাখা হয়েছে, তাঁদের অবিলম্বে মুক্তি দিতে হবে।’ 

মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, ‘এ দেশের সংখ্যালঘুদের ৯০ ভাগ সম্পত্তি আওয়ামী লীগ দখল করেছে। অনেক স্থানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হিন্দুদের বাড়ি-ঘরে ভাঙচুর করছে, আগুন দিচ্ছে। দেশবাসীকে অনুরোধ করব, আপনারা এসব পাহারা দিন, যাতে কোনো ক্ষতি না হয়।’ 

এ সময় তিনি শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের প্রতি অনুরোধ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত