Ajker Patrika

সিরাজদিখানে বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২৩, ১৭: ৩৮
সিরাজদিখানে বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা পৌনে ২টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের দক্ষিণ কুসুমপুর লেবুতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন লৌহজং উপজেলার মোসলেম সরদারের ছেলে মো. জুম্মন সরদার (৪৫) এবং মো. শাহজাহান মিয়ার ছেলে মো. কাউসার (৪৬)। তাঁরা দুজন সম্পর্কে বন্ধু ছিলেন। জুম্মন রিকশাচালক ছিলেন। 

প্রত্যক্ষদর্শী ইব্রাহিম খলিলুল্লাহ ও আসলাম ভূঁইয়া (৪৫) নামে দুজন বলেন, ‘জুম্মনের ব্যাটারিচালিত অটোরিকশায় করে তাঁর বন্ধু কাউসার ও এক নারী কুসুমপুর হয়ে লৌহজং যাচ্ছিলেন। দুপুরের দিকে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। সে সময় ব্যাটারিচালিত অটোরিকশা থামিয়ে এক নারী ও ওই দুজন কুসুমপুর লেবুতলা এলাকার একটি লাকড়ির দোকানে আশ্রয় নেন। নারী বাসে করে তাঁর গন্তব্যে চলে যান। তবে জুম্মন ও কাউসার বৃষ্টি ও বজ্রপাত থামার অপেক্ষায় ছিলেন। পৌনে ২টার দিকে প্রচণ্ড শব্দে বজ্রপাত শুরু হয়। সে সময় তাঁরা দুজন দোকানের মধ্যে শুয়ে পড়েন। পরে কাছে এসে দেখি দুজনই মারা গেছে।’ 

ইছাপুরা ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সৈয়দ আহসান কবির শিশির বলেন, ‘বজ্রপাতে দুজনের মৃত্যুর হয়েছে। এ খবর পাওয়া মাত্র পুলিশকে অবহিত করেছি।’ 

সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন জানান, আজ দুপুরে বজ্রপাতে ইছাপুরা ইউনিয়নের কুসুমপুরে দুজন ব্যক্তি নিহত হয়েছে। তাঁদের স্বজনেরা লাশ শনাক্ত করায় তাঁদের কাছে হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত