Ajker Patrika

দীপু মনির ১৮ ব্যাংক হিসাবে ৬ কোটি টাকা অবরুদ্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দীপু মনি। ফাইল ছবি
দীপু মনি। ফাইল ছবি

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির আরও ১৮টি ব্যাংক হিসাবে থাকা ৬ কোটি টাকা অবরুদ্ধের (ফ্রিজ) নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান।

দুদকের তথ্য অনুযায়ী, দীপু মনির ব্যাংক হিসাবে জমা থাকা অর্থের পরিমাণ ৬ কোটি ১১ লাখ ৮৬ হাজার ৮৬২ টাকা।

দুদকের আবেদনে বলা হয়েছে, অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও অর্থ পাচারের অভিযোগে গত ১১ ফেব্রুয়ারি সাবেক মন্ত্রী দীপু মনির বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলা তদন্তকালে জানা গেছে, ১৮টি ব্যাংক হিসাবে তিনি বিপুল লেনদেন করেছেন। ওই ব্যাংক হিসাবগুলোতে যেসব টাকা স্থিতিশীল রয়েছে, সেসব টাকা দীপু মনি অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করার চেষ্টা করছেন। এমতাবস্থায় তাঁর ১৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশনা প্রয়োজন।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি দীপু মনির ১৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। দুদকের তথ্য অনুযায়ী, দীপু মনির ওই ১৬টি ব্যাংক হিসাবে ২ কোটি ৩৯ লাখ টাকা জমা ছিল।

উল্লেখ্য, গত ১৯ আগস্ট গ্রেপ্তার হন দীপু মনি। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত