হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরাঞ্চলের একমাত্র এমপিওভুক্ত আজিমনগর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের চারতলা ভবনটি পদ্মায় বিলীন হয়ে গেছে। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে ভবনটি পদ্মায় বিলীন হয়ে যায়।
বিদ্যালয়ের দপ্তরি আব্দুর রশিদ বলেন, ‘আজ দুপুরে চোখের সামনেই পদ্মায় আমগো স্কুল বিল্ডিং চলে গেল।’
আজিমনগর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলীপ রায় মোবাইল ফোনে বলেন, হরিরামপুর উপজেলার চরাঞ্চলের তিনটি ইউনিয়নের একমাত্র এমপিওভুক্ত বিদ্যালয়ের চারতলা ভবনটি পদ্মায় বিলীন হয়ে গেছে। এই বিদ্যালয়টিতে চার শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করত। দেড় বছর আগে থেকে বিদ্যালয়টির তিন ও চারতলার কাজ বন্ধ ছিল। যদিও ভবনটির চারতলা পর্যন্ত ছাদ দেওয়া ছিল।
এ বিষয়ে আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, আজ দুপুরে চারতলা স্কুল ভবনটি পদ্মায় বিলীন হয়ে গেছে। আপাতত স্কুলের কাছাকাছি হাটিঘাটা এলাকায় ক্লাস নেওয়া হবে। পরে বসন্তপুর এলাকায় স্থায়ীভাবে স্কুল করা হবে। কয়েক দিন আগে হাতিঘাটা আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর ভেঙে গেছে। এতে চরাঞ্চলের মানুষেরা দিশেহারা হয়ে পড়েছেন।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, আজ দুপুরে স্কুল ভবনটি পদ্মায় বিলীন হয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন বলেন, ‘স্কুলটি ভাঙন ঝুঁকিতে থাকায় দেড় বছর আগেই ভবনের নির্মাণকাজ বন্ধ করতে আমরা উপজেলা প্রশাসন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে রিপোর্ট দিয়েছিলাম। এরপর থেকে স্কুল ভবনের নির্মাণকাজ বন্ধও ছিল।’
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরাঞ্চলের একমাত্র এমপিওভুক্ত আজিমনগর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের চারতলা ভবনটি পদ্মায় বিলীন হয়ে গেছে। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে ভবনটি পদ্মায় বিলীন হয়ে যায়।
বিদ্যালয়ের দপ্তরি আব্দুর রশিদ বলেন, ‘আজ দুপুরে চোখের সামনেই পদ্মায় আমগো স্কুল বিল্ডিং চলে গেল।’
আজিমনগর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলীপ রায় মোবাইল ফোনে বলেন, হরিরামপুর উপজেলার চরাঞ্চলের তিনটি ইউনিয়নের একমাত্র এমপিওভুক্ত বিদ্যালয়ের চারতলা ভবনটি পদ্মায় বিলীন হয়ে গেছে। এই বিদ্যালয়টিতে চার শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করত। দেড় বছর আগে থেকে বিদ্যালয়টির তিন ও চারতলার কাজ বন্ধ ছিল। যদিও ভবনটির চারতলা পর্যন্ত ছাদ দেওয়া ছিল।
এ বিষয়ে আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, আজ দুপুরে চারতলা স্কুল ভবনটি পদ্মায় বিলীন হয়ে গেছে। আপাতত স্কুলের কাছাকাছি হাটিঘাটা এলাকায় ক্লাস নেওয়া হবে। পরে বসন্তপুর এলাকায় স্থায়ীভাবে স্কুল করা হবে। কয়েক দিন আগে হাতিঘাটা আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর ভেঙে গেছে। এতে চরাঞ্চলের মানুষেরা দিশেহারা হয়ে পড়েছেন।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, আজ দুপুরে স্কুল ভবনটি পদ্মায় বিলীন হয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন বলেন, ‘স্কুলটি ভাঙন ঝুঁকিতে থাকায় দেড় বছর আগেই ভবনের নির্মাণকাজ বন্ধ করতে আমরা উপজেলা প্রশাসন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে রিপোর্ট দিয়েছিলাম। এরপর থেকে স্কুল ভবনের নির্মাণকাজ বন্ধও ছিল।’
চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক আইজিপি আবদুল কাইয়ুমের বিরুদ্ধে আওয়ামী সমর্থকদের নিয়ে পথসভা করার অভিযোগ তুলেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির নেতারা। আজ বুধবার উপজেলা ও পৌর বিএনপির এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তাঁরা।
৬ মিনিট আগেকুষ্টিয়ায় নারী চিকিৎসক ও তাঁর স্বামীকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ভুক্তভোগী চিকিৎসক শারমিন সুলতানার স্বামী মুহাম্মদ মাসুদ রানা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন। মামলায় তিনজন নারীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২০ থেকে ২৫ জনকে।
৬ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলা গোসিঙ্গা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৯ মিনিট আগেবসতঘরে অনধিকার প্রবেশ ও আত্মহত্যার হুমকির অভিযোগ এনে বরগুনার আমতলীতে প্রবাসীর বাড়িতে অনশনে বসা সেই তরুণীর বিরুদ্ধে দায়ের করা মামলায় তাঁকে জামিন দিয়েছেন আদালত।
২০ মিনিট আগে