Ajker Patrika

পদ্মায় বিলীন চরাঞ্চলের একমাত্র এমপিওভুক্ত বিদ্যালয় 

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২১ জুন ২০২২, ১৭: ৫৩
পদ্মায় বিলীন চরাঞ্চলের একমাত্র এমপিওভুক্ত বিদ্যালয় 

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরাঞ্চলের একমাত্র এমপিওভুক্ত আজিমনগর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের চারতলা ভবনটি পদ্মায় বিলীন হয়ে গেছে। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে ভবনটি পদ্মায় বিলীন হয়ে যায়। 

বিদ্যালয়ের দপ্তরি আব্দুর রশিদ বলেন, ‘আজ দুপুরে চোখের সামনেই পদ্মায় আমগো স্কুল বিল্ডিং চলে গেল।’ 

আজিমনগর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলীপ রায় মোবাইল ফোনে বলেন, হরিরামপুর উপজেলার চরাঞ্চলের তিনটি ইউনিয়নের একমাত্র এমপিওভুক্ত বিদ্যালয়ের চারতলা ভবনটি পদ্মায় বিলীন হয়ে গেছে। এই বিদ্যালয়টিতে চার শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করত। দেড় বছর আগে থেকে বিদ্যালয়টির তিন ও চারতলার কাজ বন্ধ ছিল। যদিও ভবনটির চারতলা পর্যন্ত ছাদ দেওয়া ছিল। 

এ বিষয়ে আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, আজ দুপুরে চারতলা স্কুল ভবনটি পদ্মায় বিলীন হয়ে গেছে। আপাতত স্কুলের কাছাকাছি হাটিঘাটা এলাকায় ক্লাস নেওয়া হবে। পরে বসন্তপুর এলাকায় স্থায়ীভাবে স্কুল করা হবে। কয়েক দিন আগে হাতিঘাটা আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর ভেঙে গেছে। এতে চরাঞ্চলের মানুষেরা দিশেহারা হয়ে পড়েছেন। 

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, আজ দুপুরে স্কুল ভবনটি পদ্মায় বিলীন হয়ে গেছে। 

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন বলেন, ‘স্কুলটি ভাঙন ঝুঁকিতে থাকায় দেড় বছর আগেই ভবনের নির্মাণকাজ বন্ধ করতে আমরা উপজেলা প্রশাসন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে রিপোর্ট দিয়েছিলাম। এরপর থেকে স্কুল ভবনের নির্মাণকাজ বন্ধও ছিল।’ 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত