Ajker Patrika

জঙ্গিদের ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে নিতে কারা কর্তৃপক্ষকে পুলিশের চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ নভেম্বর ২০২২, ১৯: ২৪
জঙ্গিদের ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে নিতে কারা কর্তৃপক্ষকে পুলিশের চিঠি

এখন থেকে আসামি হিসেবে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্যদের ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগ পুলিশ কমিশনারের মাধ্যমে চিঠি পাঠিয়েছে।

ডিএমপি প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত রোববার আদালত চত্বর থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার পরিপ্রেক্ষিতে এই চিঠি দেওয়া হয়েছে।’ 

চিঠিতে বলা হয়েছে, সন্ত্রাসী, জঙ্গি, চাঞ্চল্যকর সাজাপ্রাপ্ত বা একাধিক মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের আদালতে হাজির করার সময় ডান্ডাবেড়ি পরিয়ে যেন তাদের আদালতে হাজির করা হয়। ডান্ডাবাড়ি না পরানোর কারণে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটেছে। চিঠিতে এও বলা হয়েছে যে, জেলখানা থেকে সন্ত্রাসী, জঙ্গি, চাঞ্চল্যকর, গুরুত্বপূর্ণ আসামি এবং সাজাপ্রাপ্ত এক বা একাধিক মামলায় দণ্ডপ্রাপ্তদের আদালতে হাজির করার সময় অবশ্যই কারা বিধি অনুযায়ী ডান্ডাবেড়ি পরানোর নির্দেশনা ছিল। ওই নির্দেশনা যেন কার্যকর করা হয় তার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হলো।

চিঠিতে আরো বলা হয়েছে, ডান্ডাবাড়ি পরানো থাকলে ছিনতাইয়ের মতো বা দুর্ধর্ষ আসামি পালিয়ে যাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হতো।

উল্লেখ্য, গত রোববার দুপুর সাড়ে ১২টায় জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন ওরফে দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে ছিনিয়ে নেয় তার সহযোগীরা। তাদের এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত